Anandapur: সন্তানকে দোকানে পাঠিয়ে নাবালিকাকে মাদক খাইয়ে যা ঘটাল বন্ধুর বাবা…ঘৃণ্য অভিযোগ

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Jan 31, 2022 | 1:25 AM

Crime News: পুলিশ সূত্রে খবর, গত ২৮ জানুয়ারি ওই নাবালিকা তার বন্ধু বাড়িতে গিয়েছিল।

Anandapur: সন্তানকে দোকানে পাঠিয়ে নাবালিকাকে মাদক খাইয়ে যা ঘটাল বন্ধুর বাবা…ঘৃণ্য অভিযোগ
নাবালিকা ধর্ষণ বৃদ্ধের (প্রতীকী ছবি)

Follow Us

কলকাতা: বন্ধুর বাবার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এক নাবালিকাকে। আনন্দপুরের (Anandapur) এই ঘটনায় নদিয়া থেকে মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বন্ধুর বাড়িতেই ওই নাবালিকাকে জোর করে মাদক খাইয়ে পাশবিক অত্যাচার চালানো হয় বলে অভিযোগ। পুলিশ সূত্রে যে তথ্য পাওয়া যাচ্ছে, গত ২৮ জানুয়ারি এই ঘটনা ঘটে। সেদিন বিকেলে বন্ধুর বাড়িতে গিয়েছিল ওই নাবালিকা। পূর্ব পঞ্চান্ন গ্রামে বন্ধুর বাড়িতে যায় সে। এরপরই বন্ধুর বাবা তার সঙ্গে এই ঘটনা ঘটায় বলে অভিযোগ। ঘটনার দিন রাতেই তাকে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে (National Medical College Hospital) ভর্তি করা হয়। এদিকে অভিযুক্ত পালিয়ে যান। হাসপাতাল থেকে পাওয়া খবরের ভিত্তিতে আনন্দপুর থানার পুলিশ তদন্ত শুরু করে। এরপরই বেশ কিছু চাঞ্চল্যকর অভিযোগ তাদের হাতে উঠে আসে। পকসো আইনে মামলার ভিত্তিতে তদন্ত করছে পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, গত ২৮ জানুয়ারি ওই নাবালিকা তার বন্ধু বাড়িতে গিয়েছিল। পুলিশ তদন্তে জানতে পেরেছে, ওই নাবালিকা বন্ধুর বাড়ি যাওয়ার পর বন্ধুর বাবা বন্ধুকে খাবার কিনে আনার জন্য বাজারে পাঠায়। বাড়িতে সে সময় আর কেউ ছিল না বলে অভিযোগ। সেই সুযোগকে কাজে লাগিয়ে নাবালিকাকে মাদক খাওয়ানো হয় বলে অভিযোগ। এরপরই তার উপর শারীরিক নির্যাতন করা হয় বলেও অভিযোগ। সেদিন রাতেই ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নির্যাতিতাকে নিয়ে যাওয়া হয়। এরপরই তদন্তে নামে আনন্দপুর থানার পুলিশ।

নাবালিকার মায়ের বয়ান নেয় পুলিশ। নাবালিকার সঙ্গেও কথা বলেন তদন্তকারীরা। সেইসমস্ত বয়ানের ভিত্তিতে শুরু হয় তদন্ত। পুলিশ সূত্রে খবর, রবিবার সন্ধ্যার পর অভিযুক্ত মহানন্দ মণ্ডলকে নদিয়ার তেহট্ট থেকে গ্রেফতার করা হয়। তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নাবালিকার উপর নির্যাতনের অভিযোগে তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। সোমবার অভিযুক্তকে আদালতে তোলা হবে। প্রয়োজনে পুলিশ তাঁকে হেফাজতে নেওয়ার জন্য আবেদনও জানাতে পারে।

 আরও পড়ুন: TMC Picnic: পুরভোটকে সামনে রেখে বনগাঁয় একাধিক ওয়ার্ডে তৃণমূলের পিকনিক, ‘অনুপ্রেরণা’ বিজেপি?

Next Article