Kolkata: বাড়ি ঢোকার পর পোশাক বদলাচ্ছিলেন মহিলা, রাইড শেষের পর পিছু নিয়ে সটান ঘরে ঢুকে গেলেন অ্যাপ বাইক চালক, তারপর যাচ্ছেতাই কাণ্ড চিংড়িহাটায়
Kolkata: মহিলার দাবি, বাইক চালক যখন তাঁর বাড়িতে পৌঁছন, তিনি পোশাক বদলাচ্ছিলেন ঘরে। এরপরেই শুরু হয় বচসা, অশালীন মন্তব্য করার অভিযোগ ওঠে ওই যুবকের বিরুদ্ধে। এরপরই বিধাননগর দক্ষিণ ধারা দারস্থ হন ওই মহিলা।
কলকাতা: থাইল্যান্ডের মহিলা মহিলা নাগরিককে শ্লীলতাহানির অভিযোগ। গ্রেফতার করা হয়েছে অ্যাপ বাইক চালক। দক্ষিণ বিধান নগর থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, থাইল্যান্ডের বাসিন্দা বছর চল্লিশের মহিলা কর্মসূত্রে সুকান্ত নগরের বসবাস করেন। রবিবার রাত এগারোটা নাগাদ পিকনিক গার্ডেন থেকে অ্যাপে একটি বাইক বুক করেন তিনি। সুকান্ত নগরে সেই পৌঁছয় বাইক। সেইমতো চালকের ভাড়া হয় ৭২ টাকা। মহিলার বয়ান অনুযায়ী, গন্তব্যে পৌঁছানোর পর টাকা হেলমেটের নীচে রেখে চলে যান তিনি। কিন্তু মিনিট ১৫ মিনিট পরে অ্যাপ বাইক চালক টাকা চাওয়ার জন্য মহিলার বাড়িতে পৌঁছে যান।
মহিলার দাবি, বাইক চালক যখন তাঁর বাড়িতে পৌঁছন, তিনি পোশাক বদলাচ্ছিলেন ঘরে। এরপরেই শুরু হয় বচসা, অশালীন মন্তব্য করার অভিযোগ ওঠে ওই যুবকের বিরুদ্ধে। এরপরই বিধাননগর দক্ষিণ ধারা দারস্থ হন ওই মহিলা।
অনলাইন বাইক চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই মহিলা। ঘটনার তদন্তে নামে বিধান নগর দক্ষিণ থানার পুলিশ। অভিযুক্তকে নরেন্দ্রপুর থানায় এলাকা থেকে গ্রেফতার করা হয়।