কলকাতা: মহিলা বিজেপি নেত্রীকে মারধরের পর তাঁর ছেলেকে ঘরে তালা বন্ধ করে রাখার অভিযোগ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য বেলেঘাটায় (Beleghata)। অভিযোগের আঙুল তৃণমূলের দিকে।
নিগৃহীত বিজেপির মহিলা মোর্চার ভাইস প্রেসিডেন্ট তারা সাউ জানান, তাঁরা বিজেপি করেন বলে অনেকদিন আগে থেকেই চাপ তৈরি করা হচ্ছিল। মাঝেমধ্যে হুমকিও দেওয়া হত। কিন্তু বৃহস্পতিবার সমস্ত সীমা ছাড়ায়। অভিযোগ, তৃণমূল কর্মী সীমা দলুই তাঁর দলবল নিয়ে এসে বাড়িতে চড়াও হন।
আরও পড়ুন: দাউ দাউ করে জ্বলছেন মহিলা, মুখে টু শব্দও নেই, খিদিরপুরে ভরদুপুরে ভয়ঙ্কর ঘটনা
প্রথমে দুপক্ষের বচসা হয়। তারপর তারা ও তাঁর ছেলে সুরেশকে ঘরে আটকে মারধর করা হয় বলে অভিযোগ। তারপর ঘরে তালা লাগিয়ে চলে যায়। স্থানীয়রাই খবর দেন বেলঘাটা থানায়। পুলিস গিয়ে তালা ভেঙে সুরেশকে উদ্ধার করে। অভিযুক্ত তৃণমূল কর্মীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার পর থেকে তিনি পলাতক।