কলকাতা: তৃণমূলে যোগ দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়ের (Mukul Roy) শ্যালক সৃজন রায়। তৃণমূল ভবনে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর হাত থেকে দলীয় পতাকা হাতে তুলে নেন তিনি। তৃণমূলে যোগ দিয়েই সৃজন বলেন. “কোনও বড় নেতাদের কথা বলতে পারব না। তবে বাংলায় সেকুলারিজম প্রতিষ্ঠা করতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়ই।”
এই সৃজন রায়ের বিরুদ্ধে পুলিশের খাতায় নাম রয়েছে। রেল বোর্ডে জায়গা করে দেওয়ার নাম করে প্রতারণা মামলায় এই সৃজন রায়কে দিল্লি থেকে গ্রেফতার করেছিল পুলিশ। এদিন সৃজনের হাতে দলীয় পতাকা তুলে দেওয়ার পর ব্রাত্য বলেন, “আজ সৃজন রায় তৃণমূলে যোগ দিলেন। এই রায় পদবীটা এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তিনি মুকুল রায়ের শ্যালক।”
আরও পড়ুন: পুনরাবৃত্তি হল না উনিশের, একুশে সুর নরম করে বিজেপির রথযাত্রায় সায় রাজ্যের
এদিন তৃণমূল ভবনে সৃজন রায় ছাড়াও যোগ দেন কলকাতা হাইকোর্টের আইনজীবী জ্যোতিপ্রকাশ মজুমদার, অভিনেত্রী নীলাঞ্জনা মজুমদার।