Kolkata Book Fair: কলকাতা ‘দখল’ তো দূর, বইমেলায় জায়গা পেল না বাংলাদেশ, কেন জেনে নিন

Jyotirmoy Karmokar | Edited By: জয়দীপ দাস

Jan 16, 2025 | 8:24 PM

Kolkata BookFair: প্রত্যেক বছর বাংলাদেশের প্রকাশনী সংস্থাগুলি বাংলাদেশ ডেপুটি হাইকমিশনারের তরফে কলকাতা বইমেলায় অংশগ্রহণ করে। কিন্তু এবার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনারের তরফে কোনও আবেদন জানানো হয়নি।

Kolkata Book Fair: কলকাতা দখল তো দূর, বইমেলায় জায়গা পেল না বাংলাদেশ, কেন জেনে নিন
কলকাতা বইমেলা (ফাইল ছবি)
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা:  কলকাতা বইমেলার নিরাপত্তা এবং পবিত্রতা বজায় রাখার তাগিদে এবং অন্যান্য অংশগ্রহণকারী স্টলগুলি যাতে বিপদগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতেই এবার বাংলাদেশকে রাখছে না বুক সেলার্স গিল্ড। বাংলাদেশের স্টল এখানে এলে কী ঘটবে, সেই ঝুঁকি তাঁরা নিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন।

প্রত্যেক বছর বাংলাদেশের প্রকাশনী সংস্থাগুলি বাংলাদেশ ডেপুটি হাইকমিশনারের তরফে কলকাতা বইমেলায় অংশগ্রহণ করে। কিন্তু এবার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনারের তরফে কোনও আবেদন জানানো হয়নি। ঢাকার বেসরকারি প্রকাশনী সংস্থা কলকাতা বইমেলায় অংশগ্রহণ করতে চেয়ে বুক সেলার্স গিল্ডের কাছে আবেদন জানায়। গিল্ডের তরফে বাংলাদেশি প্রকাশনী সংস্থাকে জানানো হয়, ডেপুটি হাই কমিশনারের মাধ্যমে আবেদন জানাতে। বিদেশ মন্ত্রকের অনুমোদনের ভিত্তিতেই অংশগ্রহণ করতে পারবে তাঁরা। কিন্তু এবার ওদের সরকারের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়নি।

ফ্রাঙ্কফুর্ট বুক ফেয়ার থেকে অনুপ্রাণিত হয়ে শুরু হয়েছিল কলকাতা বইমেলা। কিন্তু এই প্রথম কলকাতা বইমেলার থিম কান্ট্রি হচ্ছে জার্মানি। দূষণের কারণে এতদিন কলকাতা বইমেলায় অংশগ্রহণ করেনি জার্মানি।

সীমান্তে অস্থির পরিস্থিতি। ক্রমাগত বিএসএফ-কে উস্কানি দিয়ে যাচ্ছে বিজিবি। ওপারে সংখ্যালঘুদের ওপর অত্যাচার এখনও অব্যাহত। তার মধ্যে চলছে অনুপ্রবেশের ক্রমাগত প্রয়াস। দু’দেশের অস্থির পরিস্থিতির মধ্যে গত কয়েক মাসে এই বিষয়টি ভীষণভাবে মাথাচাড়া দিয়ে উঠেছিল।  বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তারা কলকাতা দখলের ডাক দিয়েছিলেন, কট্টরপন্থী মৌলবাদীরা একাধিক আক্রমণাত্মক, উস্কানিমূলক মন্তব্য করেছেন। তা নিয়ে দু’দেশের যে দ্বিপাক্ষিক সম্পর্ক, তা তলানিতে গিয়ে ঠেকে।

আদৌ এবারের বইমেলায় বাংলাদেশের স্টল থাকছে কিনা। তা নিয়ে গত নভেম্বর মাসে উদ্বেগ প্রকাশ করেছিলেন  ঢাকা থেকে বাংলাদেশের জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক আফসানা বেগম।  তিনি আফসোস করে বলেছিলেন, “বাংলাদেশের প্রকাশকেরা কলকাতা বইমেলায় আসতে প্রবল আগ্রহী। দু’দেশের মধ্যে বন্ধুতার স্বার্থে কূটনৈতিক আনুষ্ঠানিকতার বাইরে গিয়েও আগ্রহ দেখিয়েছি। কিন্তু এখনও সাড়া মেলেনি।”  কিন্তু সেই সাড়া আর মিলল না শেষমেশ।

Next Article