কলকাতা: যুদ্ধ হচ্ছে আর কলকাতায় আছড়ে পড়বে না, তা হয় না কি! রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব বিশ্বজুড়ে। একদিকে পরমাণু হামলার আতঙ্ক, অন্যদিকে তৃতীয় বিশ্বযুদ্ধের কালো ছায়া। কলকাতায় ৪৫তম আন্তর্জাতিক বইমেলায় তার ছায়া লক্ষ্য করা গেল। এবারের বইমেলায় দেখা গিয়েছে রাশিয়ার স্টল গড়ের মাঠ। যুদ্ধের জন্যই না কি রাশিয়ার স্টলমুখো হননি অনেকে। রাশিয়ার নাম শুনেই হোক বা যুদ্ধে কারণে, বাস্তবিকভাবে রাশিয়ার স্টল ফাঁকা যাচ্ছে। আবার অন্যদিকে হটকেকের মতো বিক্রি হচ্ছে শিবরাম চক্রবর্তীর ‘মস্কো বনাম পণ্ডিচেরী’।
সাহিত্য প্রিয় বাঙালি হামলে পড়েছে দেশবিদেশের বই কিনতে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের হল যুদ্ধের আবহ কলকাতার বইমেলাতেও এসে পড়েছে। বইমেলায় অন্যান্য দেশের মতো রয়েছে রাশিয়ার স্টলও। কৌতুহলী বাঙালি সেখানে দু একবার উঁকি মারলেও রাশিয়ার স্টল রয়েছে বেশিরভাগ সময়ই ফাঁকা। তবে বইমেলায় বোমা ফাটিয়েছেন হাসির রাজা শিবরাম চক্রবর্তী। ১৯৮৯ সালে প্রকাশিত তাঁর একটি বই বিকোচ্ছে হটকেকের মতো।
অদ্ভুতভাবে শিবরামের বইটির নাম মস্কো বনাম পণ্ডিচেরী। নাহ এটি শিবরামের অন্যান্য বইয়ের মতো কোনো রম্য রচনা নয়। বরং এটি একটি চটি প্রবন্ধের বই। বইটি প্রথম প্রকাশ হয় ১৯৮৯ সালের বইমেলায়। প্রকাশক আজকাল প্রকাশনা। বইটির প্রচ্ছদ করেছিলেন বিখ্যাত সাহিত্যিক পূর্ণেন্দু পত্রী। এবার সেই বইটিই হটকেকের মতো দেদার বিকোচ্ছে বইমেলায়। এই প্রবন্ধের বইটির রচনাগুলি ১৯২৯ সালের কিছু আগে। কিন্তু ১৯২৯ সালে প্রবন্ধগুলি একত্রে বই হয়ে বেরোয় ‘আজ এবং আগামীকাল’ নামে। অদ্ভূতভাবে এই বইটির লেখাগুলি সেই সময়ে লেখা যখন ভারতে কমিউনিজমের নামগন্ধ পর্যন্ত ছিল না। অথবা বলা ভাল নামগন্ধ থাকলেও মার্কসীয় সাহিত্যের আমদানি এদেশে তখনও হয়নি। অথচ শিবরাম নামমাত্র কমিউনিজমের ধারণা সম্বল করে সহজ এবং সরলভাষায় মার্কসীয় ধারণাকে তুলে ধরেছেন।
বইটির ভূমিকায় এক জায়গায় শিবরাম লিখছেন, ‘এই লেখাগুলি যখনকার, তখন কমিউনিজমের নামগন্ধ এদেশে ছিল না, কিম্বা নামগন্ধই খালি ছিল; মার্কসীয় সাহিত্যেরও আমদানি হয়নি। এই নামমাত্র কমিউনিজম সম্বল করে, ওই তন্ত্রে ওয়াকিবহাল না হয়েও যে আর্মি কলম ধরতে পেরেছিলাম তার কারণ সাম্যবাদ আসলে এদেশেরই চারা -বিদেশের কলম নয়। বিদেশী কমিউনিজমের বাস্তব চেহারা যাই হোক না, তার আদর্শবাদী-যে রূপ তা ভারতীয় মনেরই অনুরূপ।’
বইমেলায় আজকালের প্রতিনিধি সুকল্প চট্টোপাধ্যায় বলেন, প্রতি বছরই এই বইটি ভাল বিক্রি হয়, কিন্তু এবার যেন বইটির বিক্রি একটু বেশিই। হতে পারে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ছায়া একটা বড় কারণ। কিন্তু প্রকাশের পর থেকে বইটি পাঠকের বিপুল সমাদর লাভ করে চলেছে।
আরও পড়ুন: Jagdeep Dhankhar: বাজেট অধিবেশনে হট্টগোল, তিনদিনের মধ্যে অধ্যক্ষকে রাজভবনে ডাকলেন রাজ্যপাল