কলকাতা: হাইকোর্টের (High Court) প্রধান বিচারপতি হিসেবে নয় সাধারণ মানুষ হিসেবে জনগনের কাছে শ্মশান তৈরির টাকা চাইতে চান প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণন (TBN Radhakrishnan)। একটি জনস্বার্থ মামলায় সরকারের চূড়ান্ত গাফিলতির অভিযোগ তুলে বিশেষ পর্যবেক্ষণ তাঁর।
কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করে মৃতের সৎকার ঠিক ভাবে হচ্ছে না বলে অভিযোগ করেন লক্ষ্মীকান্ত লগর। তিনি অভিযোগ করেন, নন্দকুমার থানার দক্ষিন হাটগাছিয়া এলাকার মানুষ উপযুক্ত শ্মশানের অভাবে রাস্তার ধারেই সৎকার করতে বাধ্য হচ্ছেন। মামলায় জেলাশাসকের কাছে রিপোর্ট চায় হাইকোর্ট। জেলাশাসক জানান মোট ১.৫ কোটি টাকা লাগবে। সেক্ষেত্রে আরও সময় চান তিনি।
এই রিপোর্ট দেখেই চূড়ান্ত অসন্তুষ্ট হন প্রধান বিচারপতি। তিনি বলেন, “রাজ্য সংবিধান দ্বারা পরিচালিত। সেটা মানা হলে একটা শ্মশান তৈরিতে সমস্যা হত না। জেলা শাসক বলছেন তিনি নির্বাচনে ব্যস্ত। নির্বাচন জীবন্ত মানুষের জন্য। মৃত মানুষের জন্য নূন্যতম সম্মানের প্রয়োজন।”
আরও পড়ুন: বন্ধ ঘরে তিন জনের চরম পরিণতি, দৃশ্য দেখে স্থবির কলকাতার নামী হোটেলের ‘হাউজ় কিপিং বয়’!
প্রধান বিচারপতির আরও পর্যবেক্ষণ, “মানুষ রাস্তার ধারে মৃত দেহ পোড়াতে বাধ্য হচ্ছে। এই অফিসারেরা সংবিধানে ফর দ্যা পিপলস এই শব্দটাই ভুলে গেছেন।” এর পরেই তিনি সরকারি আইনজীবীকে বলেন, “আমার কাছে আসুন আমি সাধারণ মানুষের কাছে শ্মশান তৈরির টাকা চাইব। আশা রাখছি তারা নিরাশ করবেন না।” আগামী শুক্রবার রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।