কলকাতা: দুই প্রোমোটারের মধ্য সংঘর্ষের জেরে রবিবার রাতে রণক্ষেত্রের চেহারা নিল রাজাবাজার (Rajabazar) চত্বর। লাঠি, বাঁশ, ধারালো অস্ত্র নিয়ে চলল হামলা। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে. এলাকায় প্রোমোটিং নিয়ে ফৈয়াক আলম ও মহম্মদ সেলিম নামে দুই প্রোমোটারের মধ্যে বিবাদ দীর্ঘদিনের। ফৈয়াকের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ রয়েছে। ফৈয়াক এলাকার অনেকের কাছ থেকে ফ্ল্যাট পাইয়ে দেওয়ার নাম করে মোটা টাকা নিয়েছে বলে অভিযোগ। কিন্তু ফ্ল্যাট তাঁরা পাননি, টাকাও ফেরত পাননি। এর আগেও সেলিম ও ফৈয়াককে মুখোমুখি বসে আমহার্স্ট স্ট্রিট থানার পুলিস বিষয়টি মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তবে মহম্মদ সেলিমের সঙ্গে ফৈয়াকের বচসা রবিবার সন্ধ্যায় মাথাচাড়া দিয়ে ওঠে।
সকাল থেকেই ঝামেলা চলছিল দু’পক্ষের। অভিযোগ, সন্ধ্যায় ফৈয়াক তার দলবল নিয়ে সেলিমের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপানো হয়। খবর পেয়ে চলে আসে সেলিমের দলবলও। দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। লাঠি, বাঁশ, লোহার রড নিয়ে হামলা চলতে থাকে।
আরও পড়ুন: নামছে পারদ, শৈত্যপ্রবাহের পরিস্থিতি ছয় জেলায়
পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় আসে আমহার্স্ট স্ট্রিট থানার পুলিস। সেলিমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। আঘাত পেয়েছে ফৈয়াকও। ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।