আজ বাংলায় আসছে ভ্যাকসিন, মহড়া শুরুর তৎপরতা রাজ্য জুড়ে

Jan 08, 2021 | 8:48 AM

শহরের পাঁচটা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ভ্যাকসিনের ড্রাই রান হবে। প্রতি জেলায় তিনটি করে কেন্দ্রে হবে ড্রাই রান।

আজ বাংলায় আসছে ভ্যাকসিন, মহড়া শুরুর তৎপরতা রাজ্য জুড়ে
প্রতীকী চিত্র

Follow Us

কলকাতা: আজ দেশ জুড়ে কোভিড ভ্যাক্সিনের (Corona Vaccine)ড্রাই রান। শুক্রবারই বাংলায় আসছে করোনা ভ্যাকসিন। পৌঁছে যাবে বিভিন্ন জেলায়। অন্যান্য রাজ্যের সঙ্গে বাংলা জুড়ে আজই শুরু হয়ে যাবে ভ্যাক্সিনেশনের মহড়া।

তবে প্রশ্ন হচ্ছে, কোভিশিল্ড না কোভ্যাকসিন বাংলায় আসছে, সে বিষয়ে কোনও সুস্পষ্ট তথ্য এখনও পাওয়া যায়নি। জানা গিয়েছে, বাগবাজারের স্বাস্থ্য দফতরের স্টোরে ভ্যাকসিন রাখা হবে। শহরের পাঁচটা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ভ্যাকসিনের ড্রাই রান হবে। প্রতি জেলায় তিনটি করে কেন্দ্রে হবে ড্রাই রান।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, ভ্যাকসিনের দ্বিতীয় মহড়ার সময় অনেক ভ্যাকসিন দেওয়া ব্যাক্তিদের দেড় ঘন্টার পর্যবেক্ষণে রাখা হবে। তার পরও যদি তাঁদের মধ্যে অন্য লক্ষণ দেখা যায়, সেই অনুযায়ী আগে থেকে ব্যবস্থা নেওয়ার কথা তিনি বিশেষ ভাবে উল্লেখ করেন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানা গিয়েছে,
প্রত্যেক জেলায় প্রত্যেক সেশনের জন্য ২৫ জন বেনিফিসারি থাকবেন।

সুনির্দিষ্ট গাইডলাইন মেনে সম্পূর্ণ প্রক্রিয়াটি হবে।

প্রক্রিয়া শেষে ব্লক, জেলা ও রাজ্য ভিত্তিক রিভিউ মিটিং হবে।

আরও পড়ুন: নিয়োগ সংক্রান্ত দুর্নীতি ফাঁস করার ‘অপরাধে’ অধ্যাপককে সাসপেন্ড করল বিশ্বভারতী

উল্লেখ্য, ড্রাই রানের জন্য বৃহস্পতিবারই সংশ্লিষ্ট কর্মীদের চূড়ান্ত প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়। কীভাবে ড্রাই রান করা হবে, তা বুঝিয়ে দেন স্বাস্থ্য দফতরের কর্মীরা।

 

 

Next Article