বিদায় নিচ্ছে শীত নাকি ফের ফিরবে? কী জানাল আবহাওয়া দফতর

Jan 08, 2021 | 10:35 AM

শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ৫ ডিগ্রি বেশি। আগামী কয়েক দিন তাপমাত্রা কমার সম্ভাবনা নেই।

বিদায় নিচ্ছে শীত নাকি ফের ফিরবে? কী জানাল আবহাওয়া দফতর
ফাইল চিত্র।

Follow Us

কলকাতা: জানুয়ারির প্রথম সপ্তাহ। ইতিমধ্যেই গুটি গুটি পায়ে পিছনে হাঁটতে শুরু করেছে শীত। বাড়ছে শহরের তাপমাত্রা।
শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ৫ ডিগ্রি বেশি। আগামী কয়েক দিন তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। তবে আবহাওয়া (Weather) দফতর একটা আশার বাণী শুনিয়েছে। সংক্রান্তিতে ফের পারদ নামার সম্ভাবনা রয়েছে।

পশ্চিমী ঝঞ্ঝায় আটকে রয়েছে উত্তুরে হাওয়া। পূবালি হাওয়ার দাপটে জলীয় বাষ্প বাড়ছে। আপাতত তাপমাত্রা স্বাভাবিকের অনেকটা ওপরেই থাকবে। রাতে ও সকালে শীতের আমেজ । দিনে বাড়বে তাপমাত্রা। বেশি বেলায় রোদে রাস্তায় থাকলে কপালে বিন্দু বিন্দু ঘামও জমছে। জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত কারণে অস্বস্তিও থাকবে।

আজ কলকাতায় মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। রাতে ও সকালে শীতের সামান্য আমেজ। বেলা বাড়লে তাপমাত্রা বাড়বে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের ৫ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ পরিমাণ ৯৬ শতাংশ। বৃষ্টি হয়নি।

আরও পড়ুন: সোনামুখীতে তৃণমূলে বড় ভাঙন, বিপুল সংখ্যালঘু-সহ হাজার কর্মী-সমর্থক হাতছাড়া

আগামী কয়েকদিনে পারদ নামবে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। দক্ষিণ ভারতে বৃষ্টি চলবে। উত্তর-পশ্চিম ভারত এবং পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্য কুয়াশাচ্ছন্ন থাকবে।

Next Article