গাড়িতে তুলে বাগুইআটির অন্ধকার গলিতে বিবাহ বিচ্ছিন্না মহিলাকে ‘ধর্ষণ’!

Dec 24, 2020 | 4:52 PM

জ্জায় বিষয়টি জানাতে পারেননি মহিলা। পরে মায়ের সঙ্গে গিয়ে থানায় অভিযোগ দায়ের করেন।

গাড়িতে তুলে বাগুইআটির অন্ধকার গলিতে বিবাহ বিচ্ছিন্না মহিলাকে ধর্ষণ!
বাঁদিকে- অভিযুক্তরা, ডানদিকে-নির্যাতিতা

Follow Us

কলকাতা: দীর্ঘদিনের পরিচিত। তাই ফোনে যখন বন্ধুর দুর্ঘটনার দোহাই দিয়ে টাকা চেয়েছিলেন পরিচিতের কথা বিশ্বাস করেছিলেন যুবতী। কিন্তু ভয়ঙ্কর অভিজ্ঞতার স্বাক্ষী থাকতে হল তাঁকে।

রাতের শহরে ফের ভয়ঙ্কর ঘটনা। গাড়িতে তুলে এক মহিলাকে ধর্ষণের অভিযোগে ফের প্রশ্ন উঠল শহরের নিরাপত্তা নিয়ে। বিবাহ বিচ্ছিন্না ওই মহিলা বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিস এই ঘটনায় এখনও পর্যন্ত সুরজিত্ দে ও বিশু দাওয়াল নামে দু’জনকে গ্রেফতার করেছে।

ঘটনার সূত্রপাত ২২ ডিসেম্বর। নির্যাতিতার বয়ান অনুযায়ী, সুরজিৎ তাঁর পূর্ব পরিচিত। সেদিন সুরজিৎ তাঁকে ফোন করে জানান, মিল্টন বিশ্বাস নামে তাঁর এক বন্ধুর দুর্ঘটনা ঘটেছে। মিল্টনের পরিবারের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। চিকিৎসার জন্য কিছু টাকা প্রয়োজন বলে নির্যাতিতাকে ফোন করেন সুরজিত।

সুরজিত নির্যাতিতার বাগুইহাটির পাড়ার ফ্ল্যাটের সামনে একটি গাড়ি নিয়ে আসেন। পূর্ব পরিচিত হওয়ায় সুরজিতের গাড়িতে উঠে যান ওই মহিলা। অভিযোগ, হাসপাতাল নিয়ে যাওয়ার অজুহাত দেখিতে নজরুল পার্কে অন্ধকার জায়গায় গাড়ি দাঁড় করান সুরজিত। তখনই গাড়ির মধ্যে সুরজিত ও তাঁর এক বন্ধু মহিলাকে ধর্ষণ করেন বলে অভিযোগ।

আরও পড়ুন: আমাকে বিশ্বভারতী কোনও আমন্ত্রণ জানায়নি, নবান্নে মুখ খুললেন মমতা

এরপর বাগুইআটি তালপট্টির সামনে মত লাল গলির সামনে নির্যাতিতাকে নামিয়ে দেন সুরজিৎ। প্রথমে আতঙ্কে ও লজ্জায় বিষয়টি জানাতে পারেননি মহিলা। পরে মায়ের সঙ্গে গিয়ে থানায় অভিযোগ দায়ের করেন।

Next Article