উপ নির্বাচন কমিশনার ফিরতেই মুখ্যসচিবকে চিঠি কমিশনের!

Dec 19, 2020 | 8:38 PM

মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে জানাল জাতীয় নির্বাচন কমিশন।

উপ নির্বাচন কমিশনার ফিরতেই মুখ্যসচিবকে চিঠি কমিশনের!
ফাইল ছবি।

Follow Us

কলকাতা: ভোটের কাজে যুক্ত সরকারি কর্মচারীরা যেন নিজের জেলায় পোস্টিং না পান। সেই সঙ্গে তিন বছর এক পদে থাকা সরকারি অফিসারদের বদলি করে দিতে হবে। মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে একথা জানাল জাতীয় নির্বাচন কমিশন। উল্লেখ্য, উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন ফিরতেই এই চিঠি পাঠাল কমিশন (Election Commission)।

ইতিমধ্যেই আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে বাংলা ঘুরে গিয়েছেন সুদীপ জৈন। আইন শৃঙ্খলার নানা দিকের রিপোর্ট জমা পড়তে শুরু করেছে নির্বাচন কমিশনে। সেই রিপোর্টের ভিত্তিতে কোন কোন থানার কেমন পারফরম্যান্স, তার খতিয়ান রাখতে পুলিস সুপার ও পুলিস কমিশনারদের পরামর্শ দিয়ে গিয়েছেন সুদীপ জৈন।

আরও পড়ুন: মদন জামা খুলে ফেললেন, ‘শুভেন্দু-ভাইরাস’ বিদায় হতেই ডিজে-নাচ

পাশাপাশি, আইনশৃঙ্খলার নানা দিকের খুঁটিনাটি বিষয় নিয়ে রিপোর্ট কমিশনকে দিয়েছেন জেলাশাসক, পুলিস সুপার, পুলিস কমিশনাররা। নির্বাচন বিধি লাগু হওয়ার পর আইনশৃঙ্খলার ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে কমিশনেরও সুবিধা হবে অনেকাংশে।

 

Next Article