‘তাইকোন্ডো অভ্যাস করলে ইমিউনিটি বাড়ে, যা কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করে’, বিতর্কে স্বাস্থ্যকর্তা

Mar 26, 2021 | 1:54 PM

ফেসবুকে পোস্টে একটি ভিডিয়ো বার্তায় ডিএম‌ই'কে বলতে শোনা যাচ্ছে, তাইকোন্ডো অভ্যাস করলে ইমিউনিটি বাড়ে। যা কোভিডের (COVID19) বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করে।

তাইকোন্ডো অভ্যাস করলে ইমিউনিটি বাড়ে, যা কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করে, বিতর্কে স্বাস্থ্যকর্তা
ছবি ফেসবুক থেকে

Follow Us

কলকাতা: কোভিডের মোকাবিলায় মার্শাল আর্ট তাইকোন্ডোকে দরাজ শংসাপত্র দিতে গিয়ে বিতর্কে জড়ালেন রাজ্য স্বাস্থ্য দফতরের স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য। ফেসবুকে পোস্টে একটি ভিডিয়ো বার্তায় ডিএম‌ই’কে বলতে শোনা যাচ্ছে, তাইকোন্ডো অভ্যাস করলে ইমিউনিটি বাড়ে। যা কোভিডের (COVID19) বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করে।

তাইকোন্ডো ইমিউনিটি বর্ধকের কাজ করে, স্বাস্থ্যশিক্ষা অধিকর্তার এই মন্তব্য ঘিরেই বিতর্ক তৈরি হয়েছে। রাজ্যের প্রথম সারির মেডিক্যাল কলেজগুলোর চিকিৎসকদের একটি বড় অংশের বক্তব্য, ডিএম‌ই’র এই মন্তব্য কোনও ভাবেই সমর্থন যোগ্য নয়। হাস্যকর‌ও বটে।

স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা নিজের পদমর্যাদার উল্লেখ করে এই বক্তব্য জানিয়েছেন‌ শুধু তা নয়, ভিডিওটি নিজের অফিসে বসে রেকর্ড করেছেন! যার‌ প্রেক্ষিতে তৃণমূলপন্থী চিকিৎসকদের একাংশের পর্যবেক্ষণ নিজের অফিসিয়াল পজিশন ব্যবহার করে এ ধরনের বক্তব্যে যে বিতর্ক তৈরি হতে পারে তা ডিএম‌ই’র অজানা নয়। ভোট আবহে জেনে বুঝেই ডিএম‌ই এই মন্তব্য করেছেন কি না তা নিয়ে সন্দিহান তৃণমূলপন্থী চিকিৎসকেরা।

আরও পড়ুন: বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

এ বিষয়ে হোয়াটসঅ্যাপে ভিডিয়োটি পাঠিয়ে ডিএম‌ই’র মত জানতে চাওয়া হয়। কেন তাঁর এই বক্তব্যে বিতর্ক হবে না তা জানতে চাওয়া হয়। মেসেজটি দেখলেও তিনি কোন‌ও উত্তর দেননি।

Next Article