কলকাতা: খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডের (Khagragarh Blast) সাজা ঘোষণা। মূল অভিযুক্ত কওসরের ২৯ বছর জেল হল। বুধবার সাজা ঘোষণা করল এনআইএ আদালত। রাষ্ট্রদ্রোহিতা-সহ একাধিক মামলায় সাজা ঘোষণা করে এনআইএ বিশেষ আদালত। এই নিয়ে এই বিস্ফোরণকাণ্ডে মোট ৩১ জনের সাজা ঘোষণা হল।
যে যে মামলায় সাজা ঘোষণা
আইপিসি সেকশন ১২০,১২৫
সেকশন ১৬, ১৮, ২০ ইউএপিএ
সেকশন ২৫ এ অস্ত্র আইন, সেকশন ১৪ ফরেনার্স অ্যাক্ট
তাঁর চেহারা নিতান্তই সাদামাটা। চোখে নিস্পৃহতা। কিন্তু সেই কওসরের জঙ্গি ষড়যন্ত্রের নানান দিকের কথা জেনে তদন্তকারীরা বিস্মিত হয়ে যান! কওসর পরিচিত বোমারু মিজান নামেও। ২০১৪ সালের খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডের অন্যতম ষড়যন্ত্রকারী হিসাবে উঠে আসে তাঁর নাম।
তদন্তকারী জানতে পারেন, এই কওসরের নাম জড়িয়েছিল বুদ্ধগয়া বিস্ফোরণকাণ্ডেও। তাকে সেই মামলায় গ্রেফতারও করা হয়। ২০১৮-র অগাস্টে তাকে এই মামলায় গ্রেফতার করে এনআইএ। জেরায় কওসর ওরফে বোমা মিজান জানিয়েছে, বিস্ফোরণের পর দীর্ঘদিন ধরে দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় ঘোরে সে। কখনও কলের মিস্ত্রি, কখনও বা কারিগর সেজে। পশ্চিমবঙ্গ ও অসমকে কেন্দ্র করে জেহাদের প্রস্তুতি চালিয়েছিল জেএমবি জঙ্গি নেতা কওসর।
একঝলকে দেখা নেওয়া যাক খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের ইতিকথা
২০১৪ সালের ২ অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ে একটি বাড়িতে বিস্ফোরণ হয়।
সে বছর দিনটা ছিল দুর্গাপুজোর অষ্টমী। বিস্ফোরণে মৃত্যু হয় ২ জনের।
গোটা রাজ্য তোলপাড় হয়ে ওঠে এই কাণ্ডে। কেঁচো খুঁজতে বেরিয়ে পড়ে কেউটে।
ঘটনাস্থল থেকে পুলিশ ৫৫টি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, আরডিএক্স, সিম কার্ড উদ্ধার করে। জল গড়ায় অনেক দূর।
গত বছর খাগড়াগড় কাণ্ডের অভিযুক্ত ৩১ জনের মধ্যে ১৯ জন দোষ কবুল করে। গত বছর ৩০ অগাস্ট তাদের সাজা ঘোষণা হয়।
উঠে আসে হাতকাটা সোহেল মাহফুজ ও সাকিল গাজি-সহ একাধিক জেএমবি নেতার নাম।
আরও পড়ুন: বন্ধ ঘরে বিধানসভা কর্মীর ঝুলন্ত দেহ, পাশে ঝুলছে স্ত্রী-ছেলে! জোকায় ভয়ানক ঘটনা
প্রায় সাড়ে ছ’বছরের মাথায় মূল অভিযুক্ত কওসরকে দোষী সাব্যস্ত করে সাজা দিল এনআইএ বিশেষ আদালত।