আবহাওয়া আপডেট: একে ভোটের উত্তাপ, দোসর ফাটা রোদ – গলদঘর্ম মমতা থেকে শাহ

Mar 30, 2021 | 3:46 PM

আগামী কয়েকদিনে বাংলায় তাপপ্রবাহের পরিস্থিতিও তৈরি হতে পারে বলে সতর্ক করে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Office)।

আবহাওয়া আপডেট: একে ভোটের উত্তাপ, দোসর ফাটা রোদ - গলদঘর্ম মমতা থেকে শাহ
ছবি- পিটিআই

Follow Us

কলকাতা: উত্তাপ ঝরছে বাংলায়। ভ্যাপসা গরম, তাপমাত্রা ছুঁয়েছে চল্লিশের কোঠা। ভোট বঙ্গে যেন পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রার পারদও। আগামী কয়েকদিনে বাংলায় তাপপ্রবাহের পরিস্থিতিও তৈরি হতে পারে বলে সতর্ক করে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Office)।

ভোটের আবহে টগবগ করে ফুটছে বাংলা। নির্বাচনী প্রচারে শেষ মুহূর্তের ঝড় তুলতে কোনও খামতিই রাখছে না যুযুধান প্রতিপক্ষ। মাটি কামড়ে পড়ে রয়েছেন হেভিওয়েট নেতানেত্রীরাও। প্রচারে গলদঘর্ম অবস্থা তাঁদের, কিন্তু তাতে বিশেষ আমল দিচ্ছেন না। ভোট মঙ্গলে পারদ চড়েছে নন্দীগ্রামে। একের পর এক রোড শো করছেন শাহ-মিঠুন। ম্যারাথন সভা মমতা বন্দ্যোপাধ্যায়েরও। তবে এবারের নির্বাচনে প্রথম তাঁকে মাথায় টুপি পরে সভা করছেন মমতা।

আলিপুর আবহাওয়া দফতর বলছে, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ আগামী কয়েকদিনে তাপপ্রবাহের পরিস্থিতি হতে পারে। ওড়িশা-সংলগ্ন জেলা এবং পশ্চিমের জেলাগুলিতেও থাকছে তাপপ্রবাহের সতর্কতা। কলকাতাতেও বেলা বাড়লে গরম ও অস্বস্তি দুটোই বাড়বে। পশ্চিমের শুকনো বাতাস ঢোকায়, গরম বাতাস বইবে দুপুরে।

আরও পড়ুন : অদ্ভূত আওয়াজ শুনে বাগানে টর্চের আলো ফেলেছিলেন, আট বছরের মেয়ের সঙ্গে যুবককে দেখা গেল ভয়ঙ্কর অবস্থায়…

দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও পরিস্থিতি না থাকলেও উত্তরবঙ্গে আগামী কয়েক দিন বৃষ্টি হতে পারে। পাহাড়ি এলাকায় বৃষ্টি হবে দার্জিলিং ও কালিম্পঙে। সঙ্গে হালকা ঝড়ো হাওয়া বইতে পারে। দু-এক পশলা বৃষ্টি হতে পারে সমতলের জেলাগুলি কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদা ও দুই দিনাজপুরে। কিন্তু দক্ষিণবঙ্গে এখনই এমনই সুখবর দিতে পারেননি আবহাওয়াবিদরা। ওড়িশাতেও তাপপ্রবাহের পরিস্থিতি হবে আগামী ৭২ ঘণ্টায়। এর প্রভাবে ওড়িশা সংলগ্ন মেদিনীপুর ও পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি হবে বাংলায়।

Next Article