Fake Customs Officer: এই ব্যক্তি নাকি ইন্দোনেশিয়ার সিক্স স্টার কাস্টমস অফিসার! হাটে হাঁড়ি ভাঙল তাঁর বউ

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 23, 2022 | 1:30 PM

Fake Customs Officer: পুলিশ সূত্রে খবর, করোনাকালে সুযোগ নিয়ে ২০২১ লেক টাউন কালিন্দী হাউসিং স্টেটের বাসিন্দা অনাময় গন ভুয়ো পরিচয় দিয়ে বিয়ে করেন।

Fake Customs Officer: এই ব্যক্তি নাকি ইন্দোনেশিয়ার সিক্স স্টার কাস্টমস অফিসার! হাটে হাঁড়ি ভাঙল তাঁর বউ
লেক টাউনে গ্রেফতার ভুয়ো অফিসার

Follow Us

কলকাতা: ইন্দোনেশিয়ার সিক্স স্টার কাস্টমস অফিসার পরিচয় দিয়ে বিয়ে। তারপর স্ত্রীয়ের ওপর অত্যাচারের অভিযোগ। গার্হস্থ্য হিংসার মামলার তদন্তে নেমে ‘উচ্চ পদস্থ প্রশাসনিক কর্তার’ আসল পরিচয় ফাঁস করল পুলিশ। তদন্তে যা যা উঠে এল, তাতে রীতিমতো চক্ষু চড়কগাছ তদন্তকারীদের। লেকটাউনে চাঞ্চল্যকর ঘটনা। একটি বিবাহ বিচ্ছেদের মামলার তদন্তে নেমে পুলিশ এক ভুয়ো প্রশাসনিক কর্তার পর্দা ফাঁস করল।

পুলিশ সূত্রে খবর, করোনাকালে সুযোগ নিয়ে ২০২১ লেক টাউন কালিন্দী হাউসিং স্টেটের বাসিন্দা অনাময় গন ভুয়ো পরিচয় দিয়ে বিয়ে করেন। এমনটাই অভিযোগ নিগৃহীতার পরিবারের। তাঁর স্ত্রীয়ের অভিযোগ, বিভিন্ন ভাবে শ্বশুরবাড়ির লোক কাছ থেকে ১৮ লক্ষ টাকা হাতিয়ে নেন। পরবর্তী সময়ে স্ত্রীর ওপরে মানসিক এবং শারীরিকভাবে নির্যাতন চালান।

চলতি বছরের মে মাসের প্রথম সপ্তাহে লেকটাউন থানায় একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে তদন্তকারী আধিকারিকের চক্ষু চড়কগাছ। তিনি নিজেকে ইন্দোনেশিয়ার সিক্স স্টার কাস্টমস অফিসার পরিচয় দেন। শুধু তাই নয় নিয়োগপত্র, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ারের নথি ছাড়াও সুপ্রিম কোর্টের একটি মামলার সিডি দেখান। সমস্ত নথি যাচাই জন্য ভারতে নিযুক্ত ইন্দোনেশিয়ার দূতাবাসে পাঠানো হয়। কিন্তু সেই সমস্ত নথিই পুরদস্তুর জাল বলে জানা যায়।

বুধবার রাতে পুলিশ কালিন্দী হাউজিংয়ের বাড়ি থেকে অনাময় গনকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদ, প্রতারণা, সরকারি নথি জাল, ষড়যন্ত্র, ডাউরি প্রভিশন অ্যাক্টে মামলা রুজু করেছে পুলিশ। ধৃতকে বিধান নগর আদালতে পেশ করা হয়। পুলিশ অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার চেষ্টা করছে। কীভাবে এত গুরুত্বপূর্ণ সরকারি নথি জাল করলেন, সেই সব তথ্য জানতে চান তদন্তকারীরা। তবে উল্লেখ্য, ওই ব্যক্তি স্বপক্ষে কোনও কথাই বলেননি। কোনও প্রতিক্রিয়া দিতে চাননি তিনি।

Next Article