Kolkata Land Promoting: ২৫ বছর আগে মৃত ব্যক্তির ভুয়ো দলিল করে সল্টলেকের বুকে নির্মাণ, গ্রেফতার প্রমোটার

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 06, 2022 | 1:17 PM

Kolkata Land Promoting: এরপরই অভিযোগকারী প্রিয়জিত মিত্র চলতি বছর সল্টলেকের সেই এলাকায় গিয়ে দেখতে পান সেই বাড়ি ভেঙে ফেলে সেখানে নতুন নির্মাণ শুরু হয়েছে।

Kolkata Land Promoting: ২৫ বছর আগে মৃত ব্যক্তির ভুয়ো দলিল করে সল্টলেকের বুকে নির্মাণ, গ্রেফতার প্রমোটার

Follow Us

কলকাতা: ফের সল্টলেকে প্রোমোটার রাজ। মৃত মানুষের নামে ভুয়ো সরকারি নথি তৈরি করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ। জমির ভুয়ো দলিল তৈরি করে কোটি টাকার বিনিময় জমি বিক্রির অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে। সিদ্ধার্থ নাগ নামে ওই প্রোমোটারকে গ্রেফতার করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, চলতি বছর ১৩ অক্টোবর মানিকতলা এলাকার বাসিন্দা প্রিয়োজিত মিত্র বিধাননগর উত্তর থানায় অভিযোগ করেন, তাঁর মামা পৃথ্বিশচন্দ্র বসুর ১৯৯৭ সালের ৩ জুলাই মৃত্যু হয়। তাঁর মামার নামে সল্টলেকের বি এ ব্লকে একটি বাড়ি ছিল। যেই বাড়ি মামা মৃত্যুর আগে তাঁর নামে উইল করে দিয়ে যান। তবে তাঁর পরে জমির মিউটেশন তিনি করিয়ে উঠতে পারেননি।

২০০৭ সালের অগস্ট মাসে প্রিয়জিত মিত্রের সঙ্গে আলাপ হয় ওই এলাকার প্রোমোটার সিদ্ধার্থ নাগের। তিনি বি এ ব্লকের বাড়ির নীচের তলায় বসবাসের জন্যে লং টার্ম লিজ নেন। এরপরই সেই জমির মিউটেশন করে দেওয়ার প্রতিশ্রুতি প্রিয়জিত বাবুকে দেন সিদ্ধার্থ নাগ। বাড়ির যাবতীয় আসল দলিল তাঁদের থেকে নেন অভিযুক্ত। পুলিশ সূত্রে তেমনটাই খবর। তবে পরবর্তীতে জমির মিউটেশন করিয়ে দেয় না এবং জমির দলিলও ফেরত দেন না অভিযুক্ত বলে অভিযোগ।

এরপরই অভিযোগকারী প্রিয়জিত মিত্র চলতি বছর সল্টলেকের সেই এলাকায় গিয়ে দেখতে পান সেই বাড়ি ভেঙে ফেলে সেখানে নতুন নির্মাণ শুরু হয়েছে। প্রতিবেশীদের জিজ্ঞাসা করে জানতে পারেন, নীচের তলার বাসিন্দা সিদ্ধার্থ নাগ এই বাড়িটি সুশীল জিন্দাল এবং শশী জিন্দাল নামের দুই ব্যক্তিকে ১কোটি ৫৭ লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছেন। বিধাননগর পৌরনিগমে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন এই বাড়িটি সিদ্ধার্থ নাগ তাঁর মামা ১৯৯৭ সালে মৃত পৃথ্বীশচন্দ্র বসুর থেকে ২০২১ সালের জুলাই মাসে কিনেছেন। সেই ডিড কপিতে মৃত ব্যক্তির প্যান কার্ড এবং আধার কার্ড সংযোজন করা রয়েছে বলেও অভিযোগকারীর দাবি। প্রতারণার স্বীকার হয়েছেন বুঝতে পেরে বিধাননগর উত্তর থানায় অভিযোগ করেন প্রিয়জিত মিত্র।

ঘটনার তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে, সিদ্ধার্থ নাগ বাড়ির মৃত মালিকের নামে ভুয়ো আধার কার্ড, প্যান কার্ড তৈরি করে জাল দলিল তৈরি করে প্রথমে নিজের নামে মালিকানা নেন। এরপরই সেই বাড়ি কোটি টাকার বিনিময় জিন্দালদের বিক্রি করে দেন। এই ধরনের প্রচুর অবৈধ ঘটনার সঙ্গে এর আগেও নাম জড়িয়েছিল এই জমি মাফিয়া সিদ্ধার্থ নাগের বলে পুলিশ সূত্রে খবর। এরপরই শনিবার সূত্র মারফত খবর পেয়ে নিউটাউন এলাকায় হানা দেয় বিধাননগর উত্তর থানার পুলিশ। সেখান থেকে অভিযুক্ত প্রোমোটার সিদ্ধার্থ নাগকে গ্রেফতার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে। তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। এই ব্যক্তির সঙ্গে আর কাদের যোগ রয়েছে সেই বিষয়ে তদন্ত শুরু করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। তবে অভিযুক্তের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।

Next Article