Road Condition: পথেই ‘মৃত্যু’ হচ্ছে একের পর রাস্তার , পরিদর্শনে বেরলেন মেয়র ফিরহাদ

Sayanta Bhattacharya | Edited By: Soumya Saha

Oct 14, 2023 | 12:04 PM

Firhad Hakim: মহালয়ার আগের রাতে কলকাতার রাস্তা পরিদর্শনে নামলেন খোদ কলকাতার মহানাগরিক। কোন কোন জায়গায় রাস্তার হাল বেহাল, কোথায় খানা-খন্দ রয়েছে, সেই সব ঘুরে দেখলেন তিনি। কিছু জায়গায় রাস্তার অবস্থা বেশ সন্তোষজনক হলেও, কোথাও কোথাও রাস্তার হাল দেখে কিছুও নিরাশও হলেন মেয়র ফিরহাদ হাকিম।

Road Condition: পথেই মৃত্যু হচ্ছে একের পর রাস্তার , পরিদর্শনে বেরলেন মেয়র ফিরহাদ
কলকাতার রাস্তা পরিদর্শনে মেয়র ফিরহাদ হাকিম
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: পুজোর আগে শহরের রাস্তাঘাটের (Road Condition) হাল হকিকত কেমন? খতিয়ে দেখতে এবার নিজেই রাস্তায় নামলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। মহালয়ার আগের রাতে কলকাতার রাস্তা পরিদর্শনে নামলেন খোদ কলকাতার মহানাগরিক। কোন কোন জায়গায় রাস্তার হাল বেহাল, কোথায় খানা-খন্দ রয়েছে, সেই সব ঘুরে দেখলেন তিনি। কিছু জায়গায় রাস্তার অবস্থা বেশ সন্তোষজনক হলেও, কোথাও কোথাও রাস্তার হাল দেখে কিছুও নিরাশও হলেন মেয়র ফিরহাদ হাকিম। যেমন উত্তর কলকাতার বেশ কিছু রাস্তায় ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। তবে শিয়ালদহ উড়ালপুলের উপর খানা-খন্দে ভরা ট্রাম লাইন দেখে কিছুটা হতাশও হন মেয়র।

শিয়ালদহ উড়ালপুলের উপর ট্রাম বন্ধ হয়ে গিয়েছে বটে। কিন্তু আইনি গেঁরোয় ট্রাম লাইন তুলে দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে খানা-খন্দ মেরামতির কাজও ঠিকভাবে করা হচ্ছে না ওই সেতুর উপর। সেখানে রাস্তার উপর গর্ত মেরামত করা থেকে শুরু করে একাধিক সংস্কারের কাজ বাকি রয়ে গিয়েছে। রাস্তার ওই বেহাল অংশ ঢালাই করে মেরামতের নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। উড়ালপুলের খানা-খন্দে ভরা অংশগুলি কার্যত দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠেছিল। তবে পুজোর মুখে নিজে সরেজমিনে পরিদর্শনে নেমে সেগুলি সংস্কারের নির্দেশ দিলেন মেয়র।

এরপর তিনি চলে যান বালিগঞ্জ ফাঁড়ি হয়ে গোলপার্কের দিকে। সেখানেও বিভিন্ন রাস্তা পরিদর্শন করে দেখলেন মেয়র। যেখানে যেখানে খানা-খন্দ দেখলেন, যেখানে রাস্তার হাল দেখে অসন্তুষ্ট হলেন, সেখানে প্রয়োজনীয় সংস্কারেরও নির্দেশ দিলেন তিনি।

দুর্গাপুজোর মুখে এখন সেজে উঠছে শহর কলকাতা। চারিদিকে আলোর রোশনাই। কলকাতা ও শহরতলি তো বটেই জেলাগুলি থেকেও প্রচুর দর্শনার্থী এই সময়ে কলকাতায় ঠাকুর দেখতে আসেন। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এবার ইউনেসকোর প্রতিনিধি দলের সঙ্গে অনেক বিদেশি নাগরিকরাও আসবেন কলকাতার শারদোৎসব ঘুরে দেখতে। এমন অবস্থায় পুজোর মুখে কলকাতার রাস্তাঘাটগুলিতে যেখানে যা সমস্যা রয়েছে, সেগুলি দ্রুত মেরামত করে নিতে চাইছে পুর প্রশাসন।

Next Article