কলকাতা: যুদ্ধের ছাপ পড়েছে তেলের মার্কেটে। দাম চড়ছে সোনার, প্রভাব শেয়ার মার্কেটেও। ভারতের বাজারে একাধিক নামজাদা শেয়ারের দামে নিম্নগতি দেখা যাচ্ছে। কিন্তু, বিশেষজ্ঞরা বলছেন সঙ্কটকালে এমন কিছু শেয়ার রয়েছে যেগুলিতে এখন বিনিয়োগ করলে অচিরেই ঘরে তুলতে পারেন বড় লাভ। তালিকায় রয়েছে IRFC লিমিটেড, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, NMDC-র শেয়ার।
Indian Railway Finance Corp Ltd-এর শেয়ারের দাম ২০২১ সালের ২৯ জানুয়ারি ছিল ২৫ টাকার কাছাকাছি। ২০২২ সালের ২৫ নভেম্বর শেয়ারটির দাম উঠে যায় ৩২ টাকার কাছে। ১৫ সেপ্টেম্বর ২০২৩ সালে এই স্টকের দাম উঠে যায় একেবারে ৮০ টাকার কাছাকাছি। ১৩ অক্টোবর দাম ৭৬ টাকা। দীর্ঘমেয়াদে বিনিয়োগে এই শেয়ারের দাম আরও চড়তে পারে বলে মত বিনিয়োগ বিশেষজ্ঞদের।
অন্যদিকে বর্তমানে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের শেয়ার দর দাঁড়িয়ে রয়েছে ৭৫ টাকায়। ২০১৯ সালের ২২ মার্চ এই স্টকের দর ছিল ৯১ টাকার উপরে। যদিও বিগত কয়েক বছরে দামে বেশ খানিকটা পারাপতন দেখতে পাওয়া যায়। ২০২০ সালের ২৩ অক্টোবর দাম চলে যায় ২৭ টাকার ঘরে। ২০২২ সালের নভেম্বরে দাম ঘোরাফেরা করছিল ৪৫ টাকার ঘরে। ২৯ সেপ্টেম্বর ২০২৩ সালে দাম হয়ে গিয়েছিল ৮০ টাকায়। এই স্টকের দাম আগামীতে আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
নজরে রয়েছে এনএমডিসি-র শেয়ার দর। ২০১৯ সালের ৬ সেপ্টেম্বর এই সংস্থার একটি স্টকের দাম ছিল ৮৩ টাকার ঘরে। ২০২১ সালের ২৮ মে দাম চলে যায় ১৭৯ টাকায়। ২০২৩ সালের ৩০ জুন দাম দাঁড়ায় ১০৪ টাকায়। বিশেষজ্ঞরা বলছেন আগামীতে এই শেয়ারের দর আরও বেশ খানিকটা বাড়তে পারে।
বিঃ দ্রঃ – এটি একটি শেয়ার বাজার এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সম্পর্কিত শিক্ষামূলক প্রতিবেদন। এই প্রতিবেদনের উদ্দেশ্য কখনই বিনিয়োগে উৎসাহিত করা বা মুনাফা কামানোর সহজ উপায় খুঁজে দেওয়া নয়। শেয়ার বাজারের বিভিন্ন বিষয় সম্পর্কে জানানোই এই প্রতিবেদনের অন্যতম লক্ষ্য। উল্লেখ্য, শেয়ার বাজারের বিনিয়োগ সর্বদাই ঝুঁকিুপূর্ণ।