কলকাতা: বেহালায় মর্মান্তিক পথদুর্ঘটনা। ৭ বছরের এক শিশুর করুণ পরিণতি নাড়িয়ে দিয়েছে গোটা বাংলাকে। বেহালা চৌরাস্তার কাছে বড়িশা স্কুলের সামনে শুক্রবারের এই ঘটনাকে ‘অত্যন্ত দুঃখের’ বলে মন্তব্য করেছেন মেয়র ফিরহাদ হাকিম। এদিন ফিরহাদের মুখে শোনা গিয়েছে হকার-সমস্যার কথা। ফিরহাদ বলেন, “এটা ঠিক যে, কিছু কিছু জায়গায় হঠাৎ করে হকার বসে যাচ্ছে। বার বার বলার পরও তারা সরছে না। পুলিশকে বলব ব্যবস্থা নিতে।” এ নিয়ে পুলিশকে চিঠিও দিতে চলেছেন মেয়র।
এদিন বেহালার দুর্ঘটনার পর অভিযোগ উঠেছে, লোকজনের কাছ থেকে টাকা নেওয়া হয়। পুলিশ সেই টাকা দিতে জোর করে বলে অভিযোগ। বাচ্চা নিয়ে স্কুলে যাওয়ার সময় কারও কারও কাছে ১০ টাকা অবধি চায় বলেও অভিযোগ। এ নিয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আপনারা কথায় কথায় বলেন টাকা তুলছেন। যদি অভিযোগ থাকে আপনারা ছবি তুলুন। একটা লোকের বিরুদ্ধে অভিযোগ করে দিলে হবে না। আমাদের এটাও দেখতে হবে, পুরসংস্থার নিজের পুলিশ নেই। আইনশৃঙ্খলা দেখা পুরসংস্থার হাতে নেই।”
এদিন বেহালায় দুর্ঘটনার পর স্থানীয় স্কুলের শিক্ষকরা অভিযোগ তোলেন, বেসরকারি স্কুলের কাছে ট্র্যাফিক পুলিশ থাকে। অথচ সরকারি স্কুলের সামনে সেসব নিরাপত্তার বালাই নেই। মেয়রের দাবি, এ কথা ঠিক নয়। মেয়রের যুক্তি, বেসরকারি স্কুলে ভিড় বেশি হয় বলে পুলিশ থাকে। সেখানে গাড়ি বেশি আসে। তাই ট্র্যাফিক পুলিশ থাকে। মানুষের ভিড়ের জন্য ট্র্যাফিক পুলিশ।
বেহালার পাঁচজায়গায় বসানো হচ্ছে ড্রপ গেট। কসবা, পার্ক স্ট্রিট, এক্সাইডে আগে থেকেই ছিল এই ড্রপ গেট। এবার বেহালায় প্রথমবার এই দুর্ঘটনার পর বসতে চলেছে ড্রপ গেট । বেহালা চৌরাস্তা মোড়, বেহালা ট্রাম ডিপো, বড়িশার ওই স্কুলের সামনেও বসানো হচ্ছে ড্রপ গেট। চৌরাস্তা মোড়ে যেখানে দুর্ঘটনা ঘটেছিল, সেখানে ইতিমধ্যেই ড্রপ গেট বসানো হয়েছে।