কলকাতা: মুখ্যসচিবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আর্জি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ‘মুখ্যসচিবের বিরুদ্ধে ব্যবস্থা নিন’, এই আর্জি জানিয়ে ক্যাবিনেট সচিব রাজীব গৌবাকে চিঠি লিখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে কর্মীবর্গের সচিবের দফতরেও। চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে DOPT-র সচিব এস রাধা চৌহানকে। অভিযোগ, টেলিভিশনে লাইভের মধ্যে IAS-দের চাকরি ক্ষেত্রে যে নিয়ম আছে, তা লঙ্ঘন করেছেন। তিনি তৃণমূল সুপ্রিমোর রাজনৈতিক লক্ষ্যকে সমর্থন করেছেন।
শুভেন্দু অধিকারীর মূল বক্তব্য, রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সার্ভিস রুল ভেঙেছেন। তৃণমূল নেত্রীর রাজনৈতিক সাংবাদিক সম্মেলনের এজেন্ডাকে সমর্থন করেছেন, সেটা আমলাদের নিয়মের বাইরে। তাই মুখ্যসচিবের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক, আর্জি শুভেন্দুর। এমনকী অবসরকালীন সুযোগ সুবিধা রদ করা নিয়েও বিরোধী দলনেতার চিঠিতে উল্লেখ রয়েছে।
On August 02, 2023, Shri Hari Krishna Dwivedi; IAS (WB:88); Chief Secretary; Government of West Bengal, while participating in a Live Televised Press Conference, in gross violation of Clause 3(1A)(ii) of the All India Services (Conduct) Rules, 1968, which states that every Member… pic.twitter.com/nuZoSBoa2H
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) August 4, 2023
প্রসঙ্গত, চলতি সপ্তাহে নবান্নে একটি সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে কেন্দ্রের ‘বঞ্চনা’র কথা তুলে ধরতে সেই সাংবাদিক বৈঠক ছিল। শুভেন্দুর দাবি, সেখানেই রাজ্যের মুখ্যসচিব কেন্দ্রের আর্থিক বিষয় ও রাজ্যের আর্থিক বিষয় নিয়ে মন্তব্য করেন। বিরোধী দলনেতার দাবি, কেন্দ্রীয় বিষয়ে মুখ্যসচিব যে মন্তব্য করেছেন একজন পদস্থ আধিকারিক বলতে পারেন না।