Firhad Hakim: ‘বাংলা কম্পালসারি’! শহরের দোকানে দোকানে গেল নির্দেশিকা, জানালেন ফিরহাদ
Firhad Hakim: মহারাষ্ট্র হোক কিংবা দক্ষিণের কোনও রাজ্যে। ভাষা নিয়ে একটা উত্তাল আবহ তৈরি হয়েছে। যে রাজ্যে আছেন, সেই ভাষাতেই কথা বলতেই হবে। তবে বাংলায় এই হাওয়া লেগেছে অনেক পরে এবং অন্য ভাবে।

কলকাতা: ‘যে কোনও ভাষা থাকতে পারে, কিন্তু বাংলা কম্পালসারি’। শহরের অলিতেগলিতে দোকানপাটের হোর্ডিং, নেম বোর্ড নিয়ে সাফ বার্তা মেয়র ফিরহাদ হাকিমের। শুক্রবার ‘টক টু মেয়র’ অনুষ্ঠানের পর প্রশ্নোত্তর পর্বে কলকাতা জুড়ে হিন্দি, অসমীয়া-সহ নানা ভাষায় থাকা দোকানের হোর্ডিং নিয়ে প্রশ্ন করা হলে এই কথাটাই বলেন তিনি।
ফিরহাদের সংযোজন, ‘নোটিস পাঠানো হয়েছে। আপনি হিন্দিতে লিখতে পারেন, অসমীয়ায় লিখতে পারেন। কিন্তু বাংলাটা রাখতেই হবে।’ সাম্প্রতিককালে এ দেশের প্রতিটি রাজ্য় সে বাংলা হোক, মহারাষ্ট্র হোক কিংবা দক্ষিণের কোনও রাজ্যে। ভাষা নিয়ে একটা উত্তাল আবহ তৈরি হয়েছে। যে রাজ্যে আছেন, সেই ভাষাতেই কথা বলতেই হবে। তবে বাংলায় এই হাওয়া লেগেছে অনেক পরে এবং অন্য ভাবে।
ছাব্বিশের ভোটের আগে ‘জেগেছে’ বাঙালি অস্মিতা। ইতিমধ্যেই যা নিয়ে পথে নেমেছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একুশের শহিদ মঞ্চ থেকেও তিনি দিয়েছেন ভাষা আন্দোলনের ডাক। আর সেই আবহে শহরের মেয়রের মুখেও শোনা গেল সেই ‘বাঙালি অস্মিতার’ কথাই। যে কোনও ভাষা থাকতে পারে, কিন্তু বাংলা চাই ‘মাস্ট’।
অবশ্য একাংশ বলছেন, এই নির্দেশিকা প্রথম নয়। গত বছরই কলকাতা পুরসভা একটি নোটিস জারি করে সমস্ত দোকানপাটের হোর্ডিং, সাইনবোর্ডে বাংলা বাধ্যতামূলক করেছিল। যার ডেডলাইন ছিল চলতি বছরের ২১ ফেব্রুয়ারি।

