Kolkata Metro: আপ চললে ডাউন বন্ধ, ডাউন চললে আপ! মেট্রোয় বড় বিভ্রাট

Sayanta Bhattacharya | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 05, 2023 | 11:07 AM

Kolkata Metro: পার্ক স্ট্রিট থেকে মেট্রো রেক সেন্ট্রাল স্টেশন পৌঁছলে, তারপর সেন্ট্রাল থেকে পার্ক স্ট্রিট মেট্রো রেক ছাড়া হচ্ছে। আর এতেই চরম সমস্যা তৈরি হয়েছে। সব ট্রেন অত্যন্ত ধীরগতিতে চলছে। বিভিন্ন স্টেশনে মেট্রো দাঁড়িয়ে রয়েছে।

Kolkata Metro: আপ চললে ডাউন বন্ধ, ডাউন চললে আপ! মেট্রোয় বড় বিভ্রাট
মেট্রোয় সমস্যা। ফাইল চিত্র।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: ব্যস্ত সময়ে ফের বিভ্রাট কলকাতা মেট্রোতে। না, কোনও আত্মহত্যার ঘটনা নয়। এবার বিদ্যুৎ বিভ্রাট। আর তার জেরে সেন্ট্রাল থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত মেট্রো চলাচল ব্যহত। পরিস্থিতি এমনই যে, সেন্ট্রাল থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত যতক্ষণ না একটি ট্রেন পৌঁছচ্ছে, তখন উল্টো দিক থেকে পার্ক স্ট্রিটমুখী কোনও ট্রেন ছাড়া হচ্ছে না। অর্থাৎ পাশাপাশি আপ এবং ডাউন চালানো যাচ্ছে না। সকাল সওয়া দশটা থেকে হঠাৎ করেই পার্ক স্ট্রিট মেট্রো রেকে বিদ্যুৎ বিভ্রাট তৈরি হয়। তখন থেকেই এই পরিস্থিতি। চরম ভোগান্তিতে পড়েছেন অফিস যাত্রীরা। অফিস টাইমে পূর্ব কোনও ঘোষণা ছাড়াই এইভাবে মেট্রো চলাচল ব্যহত হওয়ায় নাজেহাল হতে হচ্ছে যাত্রীদের।

শেষ পাওয়া খবর অনুযায়ী, পার্ক স্ট্রিট থেকে মেট্রো রেক সেন্ট্রাল স্টেশন পৌঁছলে, তারপর সেন্ট্রাল থেকে পার্কস্ট্রিট মেট্রো রেক ছাড়া হচ্ছে। আর এতেই চরম সমস্যা তৈরি হয়েছে। সব ট্রেন অত্যন্ত ধীরগতিতে চলছে। বিভিন্ন স্টেশনে মেট্রো দাঁড়িয়ে রয়েছে।

রেল আধিকারিকরাও জানাচ্ছেন, পার্ক স্ট্রিটে বিদ্যুৎ সংযোগের সমস্যা হয়েছে। দুটো পাশাপাশি চালালে লোড নেওয়া যাচ্ছে না। ফলে আপ ও ডাউন লাইনে ট্রেন চলবে না। কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেছেন, “সত্যিই একটা বড় ধরনের মস্যা তৈরি হয়েছে। বিদ্যুতের ঘাটতির জন্যই এই বিপর্যয়। দ্রুত আমাদের ইঞ্জিনিয়াররা কাজ করছেন। জানি, যাত্রীদের সমস্যা হচ্ছে, অন্তত ২-৩ ঘণ্টা সময় লাগতে পারে।”