Kolkata Metro: এই বছরই ধর্মতলা থেকে হাওড়ায় মেট্রোয় চড়ে যেতে পারবেন যাত্রীরা, ঘোষণা করল রেল

Pradip Chakraborty | Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 13, 2023 | 8:37 AM

Kolkata Metro: সব ঠিক থাকলে বছর শেষে মেট্রো চড়ে হাওড়া যেতে পারবেন আমজনতা। বুধবারই এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে নবনির্মিত হাওড়া ময়দান স্টেশনে এসে পৌঁছয় মেট্রোর দু’টি রেক।

Kolkata Metro: এই বছরই ধর্মতলা থেকে হাওড়ায় মেট্রোয় চড়ে যেতে পারবেন যাত্রীরা, ঘোষণা করল রেল
টানেলে মেট্রো রেক

Follow Us

কলকাতা: সব ঠিক থাকলে চলতি বছরেই গঙ্গার তলা থেকে ছুটতে পারে মেট্রো। বুধবার কলকাতার মেট্রোর তরফে এমনটাই জাননো হয়েছে। সব ঠিক থাকলে বছর শেষে মেট্রো চড়ে হাওড়া যেতে পারবেন আমজনতা। বুধবারই এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে নবনির্মিত হাওড়া ময়দান স্টেশনে এসে পৌঁছয় মেট্রোর দু’টি রেক। তার একটিতে সওয়ার হয়েছিলেন কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয়শঙ্কর রেড্ডি। তবে এ দিনেরটা সম্পূর্ণ ছিল ট্রায়াল রান। যা চলবে অক্টোবর পর্যন্ত।

মেট্রো রেল সূত্রে খবর, এই পথ চালু হলে, হাওড়া থেকে যাত্রীরা সহজেই কলকাতায় পৌঁছতে পারবেন। সেই প্রকল্পই কার্যকর হওয়ার পথে এগোল আরও একধাপ। গতকাল থেকে শুরু হওয়া ট্রায়াল রান চলবে আগামী পাঁচ থেকে ছ’মাস পর্যন্ত। অক্টোবরে শেষ হবে এই ট্রায়াল রান।

হুগলি নদীর নীচ দিয়ে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যাবে ইস্ট-ওয়েস্ট মেট্রো। এই রাস্তার মোট দৈর্ঘ্য প্রায় ১৬.৫ কিলোমিটার। তার মধ্যে ১০.৮ কিলোমিটার মাটির তলা দিয়ে যাবে। মাটির উপর দিয়ে যাচ্ছে বাকি ৫.৭৫ কিলোমিটার। এই মেট্রো নিয়ে আগ্রহ রয়েছে বহু মানুষের। কিছুদিন আগেই টানেলের নীচে নেমে মেট্রোর কাজ খতিয়ে দেখেন মেয়র ফিরহাদ হাকিম। সুড়ঙ্গের ভিতর যাত্রীদের সুরক্ষা কতটা, তাও খতিয়ে দেখেন তিনি। এবার মেট্রো রেক চলাচল করল টানেলের মধ্যে দিয়ে।

Next Article