রক্তচক্ষু কোভিডের, সোমবার থেকেই কমছে মেট্রোর সংখ্যা

Apr 23, 2021 | 2:06 PM

রাজ্যে ভয়ঙ্কর করোনা (COVID-19) পরিস্থিতি। সবদিক খেয়াল রেখেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

রক্তচক্ষু কোভিডের, সোমবার থেকেই কমছে মেট্রোর সংখ্যা
ফাইল ছবি

Follow Us

কলকাতা: স্মৃতি ফিরছে বিশ বিশের (২০২০)। চিকিৎসকরা বলছেন, গত বছরের থেকেও কঠিন হচ্ছে পরিস্থিতি। সংক্রমণের গতি যে হারে বাড়ছে, তাতে লাগাম পড়ানো ক্রমেই মুশকিল হয়ে পড়ছে। এরইমধ্যে মেট্রো রেলের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। একদিকে রেলের কর্মীদের মধ্যে সংক্রমণ, অন্যদিকে যাত্রীসংখ্যা কম হওয়ায় এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। আগামী সোমবার থেকেই কমছে মেট্রোর সংখ্যা। কাজের দিন ২৫৮টি মেট্রোর পরিবর্তে চলবে ২৩৮টি মেট্রো।

করোনার বাড়বাড়ন্ত শুরু হতেই মেট্রোতে যাত্রী সংখ্যা কমতে শুরু করেছে। ফলে মেট্রো সংখ্যাও কমানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। মেট্রোর আধিকারিকরা বলছেন, যাত্রী কম বলেই কমানো হচ্ছে মেট্রোর রেক।

তবে এ তত্ত্বের পাশাপাশি বেলাগাম সংক্রমণের জন্যও এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই দেখা গিয়েছে লোকাল ট্রেনের সংখ্যা কমেছে হাওড়া ও শিয়ালদহ থেকে। চালক ও গার্ড করোনা আক্রান্ত হওয়ার কারণেই ট্রেনের সংখ্যা কমিয়েছে রেল। একইভাবে মেট্রো কর্মীদের মধ্যেও করোনা আক্রান্ত হওয়ার খবর রয়েছে। ফলে সমস্ত দিক বিচার করেই এই সিদ্ধান্ত।

আরও পড়ুন: করোনা পরিস্থিতি মোকাবিলায় টাস্ক ফোর্স নবান্নের

যাত্রীরাও অবশ্য মানছেন, বর্তমানে যেভাবে করোনা সংক্রমণ ছড়াচ্ছে তাতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া ছাড়া বিকল্প সে অর্থে কিছু নেই। আর গাড়ির সংখ্যা কমলে মেট্রোয় ভিড়ও কিছুটা কমবে। যা পরোক্ষভাবে সামাজিক দূরত্ব মানতে সাহায্য করবে বলেই মনে করছেন তাঁরা।

Next Article