“এই পরিবর্তন কেবল ক্ষমতা বদলের পরিবর্তন নয়। বরং এই নির্বাচনী আমি এক আশাবাদী পশ্চিমবঙ্গকে উঠে আসতে দেখতে পাচ্ছি। আরও উন্নততর বিকল্প এবং জীবনশৈলির জন্য মানুষের মধ্যে সহজাত একটা চাহিদা দেখতে পাচ্ছি। ভেদাভেদ মুক্ত এবং সদ্ভাব যুক্ত সরকারের জন্য মানুষ ভোট দিচ্ছেন। বঙ্গবাসীর যা যা ইচ্ছা রয়েছে তা পূরণ করতে বিজেপি প্রতিজ্ঞাবদ্ধ।” ভার্চুয়াল বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নির্বাচন সংক্রান্ত সারাদিনের সব আপডেট একনজরে:
পশ্চিম বর্ধমান: সপ্তম দফা নির্বাচনের আগে শেষবেলার প্রচারে নেমেছিল বিজেপি (BJP)। আসানসোলের বারাবনির বিজেপি প্রার্থী অরিজিৎ রায়ের সমর্থনে সপ্তাহান্তে পথে নামেন শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। অরিজিতের সমর্থনে করা হয় নির্বাচনী সভাও। দলীয় সভায় যাওয়ার পথে তৃণমূল বিজেপি সংঘর্ষের (TMC BJP Clash) জেরে এক বিজেপি কর্মীর বাইক জ্বালিয়ে দিয়ে তৃণমূলের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ করেন বিজেপি কর্মী সমর্থকেরা। তৃণমূল কংগ্রেসকে নিশানা করে সভা থেকে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে তোপ দাগেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
বিস্তারিত পড়ুন: বিজেপির মিছিলে হামলা, ভাঙল গাড়ি, জ্বললো বাইক! ‘মাননীয়ার যাওয়ার সময় হয়েছে’ তোপ শুভেন্দুর
বীরভূম: ষষ্ঠ দফার নির্বাচন (West Bengal Assembly Election 2021 phase 6) মিটতে না মিটতেই উত্তপ্ত হয়ে উঠল ‘কেষ্টগড়’ বোলপুর। বৃহস্পতিবার গভীর রাতে বিজেপি (BJP) বুথ সভাপতি শান্তনু হোম রায়ারের বাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সিসিটিভি ফুটেজে ধরা পড়ল ছবি।
বিস্তারিত পড়ুন: ‘কেষ্ট-গড়ে’ বিজেপির বুথ সভাপতির বাড়িতে হামলা, ছবি ধরা পড়ল সিসিটিভিতে!
বীরভূম: এ বার, বীরভূমে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ও তাঁর চার আত্মীয়ের সম্পত্তির পূর্ণাঙ্গ তালিকা ও হিসেব নিকেশ চেয়ে নোটিস পাঠাল আয়কর দফতর (Income Tax Department)। পুরুলিয়া, বাঁকুড়া, আসানসোলে কেষ্ট মণ্ডল ও তাঁর পরিজনদের নামে একাধিক ‘বেআইনি’ সম্পত্তি আছে বলে দাবি আয়কর দফতরের। নোটিসে সাফ বলা হয়েছে, এক সপ্তাহের মধ্যে সমস্ত হিসেব জমা দিতে হবে। নয়ত পরবর্তীতে পদক্ষেপ করতে পারে আয়কর দফতর।
বিস্তারিত পড়ুন: অনির্বাণের সওয়ালের জের? অনুব্রতকে আয়কর দফতরের নোটিস, ৭দিনের মধ্যে দিতে হবে জবাব
ভোট-পরবর্তী হিংসায় আবারও উত্তপ্ত হয়ে উঠল ভাঙড় (Bhangar)। মূলত এলাকা দখলকে কেন্দ্র করে আইএসএফ- তৃণমূলের (ISF-TMC) মধ্যে সংঘর্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভাঙড়ের বারজুলি এলাকার ঘটনা। ঘটনায় আহত উভয়পক্ষের মোট তিনজন আহত হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে ভাঙড় থানার পুলিশ এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় থানায় উভয় পক্ষ লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।
বিস্তারিত পড়ুন: ‘ভাইজানের দল করে বলেই মার!’, তৃণমূল-আইএসএফ সংঘর্ষে উত্তপ্ত ভাঙড়
ভোট ষষ্ঠীর পর্ব মিটলেও জারি সন্ত্রাস। বৃহস্পতিবার গভীর রাতে জগদ্দলে মহমুদপুর পঞ্চায়েতে বিজেপির (BJP) কার্যালয় লক্ষ্য করে ছোড়া হল বোমা। দুটি বোমার বিস্ফোরণ হলেও শুক্রবার সকালে দেখা যায় একটি বোমা ঘটনাস্থলে পড়ে রয়েছে। অভিযোগ তৃণমূলের (TMC) দিকে।
বিস্তারিত পড়ুন: বিজেপির কার্যালয় লক্ষ্য করে ছোড়া হল বোমা, বিস্ফারিত ২টি, উদ্ধার ১ টি!
ভোট মিটটেই রক্তাক্ত ভাটপাড়া (Bhatpara)। বৃহস্পতিবার রাতে এক কিশোরকে গুলি করে খুনের অভিযোগ উঠল। এই ঘটনা ভোট পরবর্তী হিংসারই ফল নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
ভোট (west bengal elections 2021) প্রচারে মিটিং-মিছিল বন্ধ নিয়ে কমিশনের হলফনামা গ্রহণ করল হাইকোর্ট। এ বিষয়ে আগামী সোমবার পরবর্তী শুনানি হবে। তবে এদিনও কমিশনের প্রতি কঠোর মনোভাবই প্রকাশ করল আদালত। তারা স্পষ্ট নির্দেশ দিয়েছে, সাধারণ মানুষকে করোনা বিধি মানাতে প্রয়োজনীয় সবরকম পদক্ষেপ করতে হবে কমিশনকেই।
বিস্তারিত পড়ুন: মানুষকে কোভিড বিধি মানানোর দায়িত্ব কমিশনের, তা পালন করতেই হবে: কলকাতা হাইকোর্ট
ভোটের মুখে ফের বিজেপি (BJP) কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার। খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ দলের। পাণ্ডবেশ্বর থানার জামুড়িয়ায় এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায়। খুনের তদন্তের দাবিতে দীর্ঘক্ষণ মৃতদেহ নামাতে দেননি স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
বিস্তারিত পড়ুন: জঙ্গলে ঝুলছে বিজেপি কর্মীর দেহ! কপালে ফেট্টিতে লেখা ‘জয় শ্রী রাম’
পশ্চিম বর্ধমান: দুর্গাপুরে আজ সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ”নির্বাচন মিটে গেলে সেই জায়গা গুলোতে যাব, যেগুলোতে যেতে পারিনি। সায়নী এখানকার ভাল লড়াকু প্রার্থী। ওদিকে নরেনম-তাপস-মলয় আছে। ওদের জেতান। আমরা উন্নয়নের কাজ এখানে অনেক করেছি। আরও করব। অন্ডাল বিমানবন্দরকে জাতীয় বিমানবন্দর করা হবে। ২৯ হাজার উদবাস্তুকে পুনর্বাসন দেওয়া হয়েছে। অন্ডাল বিমানবন্দরের জন্য ইতিমধ্যেই কাজ শুরু করেছি। তবে নির্বাচনের মধ্যে করোনাকে আমি কোনওভাবে নেগলেক্ট করছি না। কমিশনকে আগেই বলেছিলাম তিনদফায় নির্বাচন করতে। করেনি। বিজেপির কথায় ওঠে বসে। কী হত যদি আট দফার জায়গায় পাঁচ দফায় হত! তা কেন হতে দেবে! এমনিতেও রাত দশটার আগে কোনও নোটিস দিতে পারে না। কাল রাত দশটার সময় হঠাৎ করে জানাল, সমস্ত রোড শো, মিছিল, মোটরবাইক র্যালি বাতিল। আমি যদিও কমিশনের এই নির্দেশ মানছি। মেনেই সব সভা বাতিল করেছি। সেইজন্য, জেলা থেকে ভার্চুয়াল সভা করছি। কেন্দ্র করোনা রুখতে ব্যর্থ। কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ বর্ধন বলছেন ‘কোভিড ইজ অন ইটস ওয়ে’ বা এরকম কিছু। তারমানে ওদের কাছে কিছুই নেই। তিন-চার লক্ষ লোক এখানে পড়ে রয়েছে। সাংবাদিকরা পর্যন্ত আক্রান্ত হয়েছেন। প্রধানমন্ত্রীর মিটিং ছিল বলে ক্যাম্পেনিং কালকে বন্ধ করতে বলল! আগে বললে কী হত! জগদ্দলে আমার সাতটা এজেন্টকে অপহরণ করেছিল। আগুন নিয়ে খেলবেন না। নির্বাচন কমিশন আছে বলে কিছু কিছু নেতা মনে করছেন গুলি নিয়ে খেলা যায়! সারা ভারতবর্ষের সবাই বাংলা দখল করতে এসেছে। আর তা করতে গিয়েই করোনার সঙ্কট দেখা দিয়েছে। সম্পূর্ণ নেগলিজেন্স! বাজারে ওষুধ নেই, ভ্য়াকিসন নেই, তবু আমরা চিকিৎসা করছি। এখন ২০ হাজার সিলিন্ডার আমাদের আছে। এরা বাংলাকে ভাতে আর পাতে মারতে চায়। গুজরাটে পার্টি অফিস থেকে ইনজেকশন দিচ্ছে। আর কোথাও দিচ্ছে না। ২০ হাজার কোটি টাকা দিয়ে ভ্যাকসিনেশন টা কিন্তু হয়ে যায়। পিএম কেয়ার্সের এত টাকা দিয়ে কিনলে কী হবে! তা পাবে কী করে! পাওয়া তো সম্ভব নয়। সব তো বাইরে পাঠিয়ে দিয়েছে! ইলেকশনের থেকে প্রায়রিটি আমার কোভিডে। আমাদের এখানকার অক্সিজেন সিলিন্ডার নিয়ে ইউপিতে পাঠিয়ে দিয়েছে। কেন! বাংলা কি দুয়োরানি নাকি! আমি চিঠি লিখে জানিয়েছি, কোনওভাবে বাংলা থেকে সিলিন্ডার বাইরে পাঠানো যাবে না। বিজেপি নিজের মতো সব এসপি ডিএসপিদের নিয়োগ করেছে। প্রশাসনকে বলছি, রাজধর্ম পালন করুন। সেইটাই আপনাদের কাজ। আমার পরবর্তী সব সভা ভার্চুয়াল হবে। নিজের ভোট নিজে দিন। ভোটার লিস্টে যেন নাম থাকে। কোভিড হলে আতঙ্কিত হবেন না। যারা কোভিডে আক্রান্ত তাদের ভোটের সময়ে বিকেল পাঁচটা থেকে। তাদের আলাদা লাইন হবে। কেন্দ্রীয় সরকার রেল বেসরকারিকরণ করতে চাইছে। বিএসএনএল বন্ধ হয়ে গিয়েছে। রাজ্য সরকারের তরফে এ ধরনের কোনও অসুবিধা হয় না। ভোট টা টাইমলি দেবেন। আমি চাইছি সায়নী জিতুক। ও খুব ভাল মেয়ে। কোটি কোটি টাকা কামিয়েছে বিজেপি। ওরা টাকা দিয়ে কিনতে চাইলে, টাকা নিয়ে নেন। ভোট টা তৃণমূলে দিন। মলয় ঘটককে আগামী দিনে যাই। মাড়োয়ারিরা চেয়েছেন একটি বার্নিং ঘাট তৈরি হোক। ববিকে বলেছি। ও দেখে নেবে। বিজেপিকে হারাতে হবে।”