জঙ্গলে ঝুলছে বিজেপি কর্মীর দেহ! কপালে ফেট্টিতে লেখা ‘জয় শ্রী রাম’
জামুড়িয়ার বিজেপি (BJP) প্রার্থী তাপস রায়ের অভিযোগ, তাঁদের কর্মীকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে।
পশ্চিম বর্ধমান: ভোটের মুখে ফের বিজেপি (BJP) কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার। খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ দলের। পাণ্ডবেশ্বর থানার জামুড়িয়ায় এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায়। খুনের তদন্তের দাবিতে দীর্ঘক্ষণ মৃতদেহ নামাতে দেননি স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
জামুড়িয়া বিধানসভার ২ নম্বর ব্লকের আলিনগর ও খোট্টাডিহির মাঝে একটি জঙ্গলে শুক্রবার সকালে কিরাঞ্জন ঘোষ (৩২) নামে এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ দেখতে পান এলাকার লোকজন। আলিনগর গ্রামেরই বাসিন্দা ছিলেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিজেপির লোকজন। ঝুলন্ত কিরাঞ্জনের মাথায় গেরুয়া কাপড়ে লেখা ছিল ‘জয় শ্রী রাম’। জামুড়িয়ার বিজেপি প্রার্থী তাপস রায়ের অভিযোগ, তাঁদের কর্মীকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আসল ঘটনা কী তা জানতে পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পাণ্ডবেশ্বর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
আরও পড়ুন: মানুষকে কোভিড বিধি মানানোর দায়িত্ব কমিশনের, তা পালন করতেই হবে: কলকাতা হাইকোর্ট
যদিও পরিবারের তরফে কোনওরকম খুনের অভিযোগ এখনও পর্যন্ত দায়ের হয়নি। মৃতের কাকা দেবদুলাল ঘোষ জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা পর্যন্ত কিরাঞ্জন বাড়িতে আসেননি। এরইমধ্যে শুক্রবার সকালে খবর আসে, তাঁর ঝুলন্ত দেহ পাওয়া গিয়েছে। মৃতের পরিবারের কাছেও এই ঘটনা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে বিজেপি প্রার্থী তাপস রায়ের দাবি, ঘটনার সম্পূর্ণ ভিডিয়োগ্রাফি করা হোক। ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত শেষ করে ঘটনার পিছনে যদি সত্যিই অপরাধমূলক সত্যতা থাকে তাহলে দোষীদের গ্রেফতার করা হোক।