‘কেষ্ট-গড়ে’ বিজেপির বুথ সভাপতির বাড়িতে হামলা, ছবি ধরা পড়ল সিসিটিভিতে!

যদিও, পদ্ম শিবিরের (BJP) এই অভিযোগ অস্বীকার করেছে ঘাসফুল শিবির। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে, এই হামলার ঘটনায় তৃণমূলের কোনও কর্মী যুক্ত নয়। বিজেপির লিখিত অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত করে দেখছে বোলপুর থানার পুলিশ। সিসিটিভি ফুটেজে পাওয়া দুষ্কৃতীদেরও খোঁজ করছে পুলিশ। 

'কেষ্ট-গড়ে' বিজেপির বুথ সভাপতির বাড়িতে হামলা, ছবি ধরা পড়ল সিসিটিভিতে!
ছবির বাঁদিকে সিসিটিভি ফুটেজের ছবি, ডানদিকে ভাঙা কাচের জানলা; নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Apr 23, 2021 | 6:56 PM

বীরভূম: ষষ্ঠ দফার নির্বাচন (West Bengal Assembly Election 2021 phase 6) মিটতে না মিটতেই উত্তপ্ত হয়ে উঠল ‘কেষ্টগড়’ বোলপুর। বৃহস্পতিবার গভীর রাতে বিজেপি (BJP) বুথ সভাপতি শান্তনু হোম রায়ারের বাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সিসিটিভি ফুটেজে ধরা পড়ল ছবি।

বিজেপি বুথ সভাপতি শান্তনু হোম রায়ারের অভিযোগ, বৃহস্পতিবার গভীর রাতে, কিছু তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতী তাঁর বাড়িতে হামলা করে।  অভিযোগ, ওই দুষ্কৃতীরা দরজা না খোলায় পাথর ছুঁড়ে ফাটিয়ে দেয় জানলার কাচ। এমনকী বিজেপি করে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়ে যায়। সেইসব ছবি ধরা পড়ে যায়, বাড়ির সিসিটিভি ফুটেজে (CCTV)। ঘটনায়, বীরভূম বিজেপি জেলা নেতৃত্বর তরফ থেকে বোলপুর-সহ নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় এক বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূলের পায়ের তলায় মাটি সরে গিয়েছে। তাই সন্ত্রাস ছড়িয়ে, ভয় দেখিয়ে ক্ষমতা দখল করতে চাইছে।

যদিও, পদ্ম শিবিরের (BJP) এই অভিযোগ অস্বীকার করেছে ঘাসফুল শিবির। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে, এই হামলার ঘটনায় তৃণমূলের কোনও কর্মী যুক্ত নয়। বিজেপির লিখিত অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত করে দেখছে বোলপুর থানার পুলিশ। সিসিটিভি ফুটেজে পাওয়া দুষ্কৃতীদেরও খোঁজ করছে পুলিশ।

আরও পড়ুন: অনির্বাণের সওয়ালের জের? অনুব্রতকে আয়কর দফতরের নোটিস, ৭দিনের মধ্যে দিতে হবে জবাব