Dengue Outbreak: ‘বিধাননগরের নির্মাণকাজে বাড়ছে ডেঙ্গি’, মুখ্যমন্ত্রীর বক্তব্যে কী বলছে মেট্রো কর্তৃপক্ষ

Sayanta Bhattacharya | Edited By: Soumya Saha

Jul 31, 2023 | 4:55 PM

Kolkata Metro: কলকাতা মেট্রোর জনসংযোগ আধিকারিক বলছেন, 'আমরা মনে করছি না, মেট্রোর কাজের জন্য কোথাও কোনওভাবে ডেঙ্গি ছড়াচ্ছে। আমাদের কাজের জন্য কোথাও জল জমেছে বলে আমরা মনে করছি না।'

Dengue Outbreak: বিধাননগরের নির্মাণকাজে বাড়ছে ডেঙ্গি, মুখ্যমন্ত্রীর বক্তব্যে কী বলছে মেট্রো কর্তৃপক্ষ
ডেঙ্গি নিয়ে সচেতন হওয়ার বার্তা।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: সোমবার বিধানসভায় বক্তব্য রাখার সময় রাজ্যের ডেঙ্গি পরিস্থিতির কথাও উঠে আসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়। কোভিডের কায়দায় ডেঙ্গি মোকাবিলার আহ্বান জানিয়েছেন তিনি। একইসঙ্গে তিনিও এও বলেছেন, বিধাননগর চত্বরে বিভিন্ন নির্মাণ কাজের কারণে ডেঙ্গির প্রকোপ বাড়ছে। যদিও আলাদা করে কোনও নির্মাণকাজের কথা চিহ্নিত করেননি মুখ্যমন্ত্রী, তবে বিধাননগর পুরনিগম এলাকায় বর্তমানে মেট্রোর সম্প্রসারণের বেশ কিছু কাজ চলছে। সোমবার বিধানসভায় ডেঙ্গি নিয়ে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরই কলকাতা মেট্রো রেলের তরফেও প্রতিক্রিয়া এসেছে। মেট্রোর কোনও প্রকল্পের কাজের জন্য ডেঙ্গির প্রকোপ বাড়ার কোনও প্রশ্ন ওঠে না বলেই দাবি কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্রর।

কলকাতা মেট্রোর তরফে কৌশিক মিত্র জানান, ‘মেট্রোর যে কাজগুলি হচ্ছে সেটা মূলত মাটির তলার কাজ হচ্ছে। তাছাড়া যেখানে পায়ার্স আছে, সেখানে জল জমার সম্ভাবনা নেই বললেই চলে। কংক্রিটের পায়ার্স যেগুলি তৈরি হচ্ছে, তার বেশিরভাগই হয়ে গিয়েছে। খুব কম নির্মাণ কাজ চলছে। নবদিগন্তের কাজও সবে শুরু হয়েছে। আমরা মনে করছি না, মেট্রোর কাজের জন্য কোথাও কোনওভাবে ডেঙ্গি ছড়াচ্ছে। আমাদের কাজের জন্য কোথাও জল জমেছে বলে আমরা মনে করছি না।’

উল্লেখ্য, এদিন বিধানসভায় বক্তব্য রাখার সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেছেন, গত তিন বছরে রাজ্যে কোভিড পরিস্থিতির মধ্যে ডেঙ্গির সেভাবে বাড়বাড়ন্ত হয়নি। তবে গতবছর থেকে আবার ডেঙ্গির প্রকোপ বেড়েছে। এমন অবস্থায় কোভিড পরিস্থিতি যেভাবে মোকাবিলা করা হয়েছিল, সেইরকমভাবে ডেঙ্গি মোকাবিলার ডাক দেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, পদ্মাপারের ডেঙ্গি পরিস্থিতিও উদ্বেগজনক। প্রচুর মানুষ বাংলাদেশের হাসপাতালে ভর্তি। এর আগে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেছেন, বাংলাদেশ থেকে ডেঙ্গি ঢুকছে এ রাজ্যে।

Next Article