Kolkata Metro: চাপড়ে দিলেন পিঠ, পাশে টেনে বসালেন, গঙ্গার নীচে মেট্রোয় কলকাতার স্কুলপড়ুয়াদের সঙ্গে জমাটি আলাপচারিচায় মোদী, দেখুন VIDEO

Sayanta Bhattacharya | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 06, 2024 | 11:03 AM

PM Narendra Modi: এর আগেই প্রধানমন্ত্রীর কর্মসূচিতে পড়ুয়ারা বিশেষ গুরুত্ব পেতে দেখা গিয়েছে। স্কুল পড়ুয়াদের সঙ্গে সাক্ষাৎ, তাঁদের সঙ্গে একাধিক বিষয়ে আলোচনা, এক্সিবিশনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী।

Kolkata Metro: চাপড়ে দিলেন পিঠ, পাশে টেনে বসালেন, গঙ্গার নীচে মেট্রোয় কলকাতার স্কুলপড়ুয়াদের সঙ্গে জমাটি আলাপচারিচায় মোদী, দেখুন VIDEO
মেট্রোয় মোদীর সফরসঙ্গী স্কুলপড়ুয়ারা
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: এই সূচি পূর্ব নির্ধারিতই ছিল। কিন্তু সময়ের অভাবে প্রধানমন্ত্রীর সূচিতে কিছুটা হলেও পরিবর্তন আনা হয়েছিল প্রাথমিকভাবে। কিন্তু প্রতিবারের মতো নিজের ব্যস্ত সূচিতেও পড়ুয়াদেরই গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার ইতিহাস গড়ল কলকাতা। গঙ্গীর নীচ থেকে ছুটল মেট্রো। আর সেই মেট্রোয় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী কলকাতার স্কুলের পড়ুয়ারা। বুধবার এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে একাধিক মেট্রো প্রকল্পের উদ্বোধনের পর স্কুলপড়ুয়াদের সঙ্গে মেট্রো সফর করলেন প্রধানমন্ত্রী। যাত্রাপথে স্কুলপড়ুয়াদের সঙ্গে আলাপচারিতায়ও করলেন তিনি। কথা বলেন মেট্রো আধিকারিকদের সঙ্গেও।

এর আগেই প্রধানমন্ত্রীর কর্মসূচিতে পড়ুয়ারা বিশেষ গুরুত্ব পেতে দেখা গিয়েছে। স্কুল পড়ুয়াদের সঙ্গে সাক্ষাৎ, তাঁদের সঙ্গে একাধিক বিষয়ে আলোচনা, এক্সিবিশনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী। বুধবার দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই বিশেষ দিনেও স্কুল পড়ুয়াদের প্রাধান্য দিলেন মোদী।

এদিন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখতে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে জমে ওঠে জনতার ভিড়। মেট্রো স্টেশন চত্বর ঘুরে দেখেন মোদী। সকলের উদ্দেশে হাত নাড়ান। পাশের মেট্রো থেকে অনেককে মোবাইলে ছবি তুলতেও দেখা যায়। এদিনের বিশেষ মুহূর্তে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, বিরোধী দলনেতা শুভেন্দু  অধিকারী, সুকান্ত মজুমদাররা।

Next Article