কলকাতা: হাইকোর্ট নির্দেশ দেওয়ার পরও সিবিআই-এর হাতে তুলে দেওয়া হয়নি শেখ শাহজাহানকে। মঙ্গলবার সন্ধ্যায় ভবানী ভবনে গিয়ে খালি হাতে ফিরতে হয়েছে সিবিআই আধিকারিকদের। রাজ্যের এই ব্যবহারে অসন্তুষ্ট সিবিআই। বুধবার সকালেই হাইকোর্টে আদালত অবমাননার মামলা করল কেন্দ্রীয় সংস্থা ইডি। সন্দেশখালি মামলায় অভিযুক্ত শেখ শাহজাহানকে সিবিআই-এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। নির্দেশ ছিল, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টের মধ্যেই মামলা হস্তান্তর করতে হবে। কিন্তু সিআইডি-র হেফাজতে থাকা শাহজাহানকে হেফাজতে নিতে পারেনি সিবিআই। তারপরই আদালত অবমাননার অভিযোগ ওঠে। মামলা ফাইল করার অনুমতি দিয়েছে আদালত।
বুধবারই মামলা শুনানির সম্ভাবনা রয়েছে বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি হীরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে। কেন্দ্রীয় সংস্থার আইনজীবী আবেদন করে জানিয়েছেন জরুরি ভিত্তিতে আবেদন শোনা হোক। তাদের দাবি, শাহজাহান গ্রেফতার হওয়ার পর থেকে এক একটা করে দিন নষ্ট হচ্ছে। আবেদনে বলা হয়েছে, ‘আদতে আমরা পরিস্থিতির শিকার। গতকাল হাইকোর্ট নির্দেশ দেওয়ার পরেও সেই নির্দেশ পালন করা হয়নি।’
ইডি-র ওপর হামলার অভিযোগ উঠেছিল সন্দেশখালিতে। সেই থেকেই মামলার সূত্রপাত। ঘটনার ৫৫ দিন পর গ্রেফতার হন শেখ শাহজাহান। রাজ্য পুলিশ গ্রেফতার করার পর শাহজাহানকে সিআইডি-র হাতে তুলে দেয়। আপাতত সিআইডি হেফাজতেই রয়েছেন শাহজাহান। মঙ্গলবার আদালত নির্দেশনামায় উল্লেখ করে, ৫ জানুয়ারি সন্দেশখালিতে যে ঘটনা ঘটেছিল তা নজিরবিহীন। রাজ্য় পুলিশ যে দিনের পর দিন শাহজাহানকে নিয়ে লুকোচুরি খেলেছে, এমনটাও পর্যবেক্ষণ হাইকোর্টের প্রধান বিচারপতির।