কলকাতা: হয়রানির দিন শেষ। এ বার রবিবারেও মেট্রো পরিষেবা। বুধবার কলকাতা মেট্রোর তরফে নতুন ঘোষণায় জানানো হয়েছে, আগামী রবিবার থেকে মেট্রো পরিষেবা পাওয়া যাবে আগের মতোই। সকাল ১০ টা থেকে পরিষেবা শুরু হবে। রাত ৯টায় দু-প্রান্ত থেকে শেষ মেট্রো ছাড়বে। যদিও এ ক্ষেত্রে একটি শর্ত রয়েছে। তা হল- কেবল মাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরাই রবিবার মেট্রো সফর করতে পারবেন। এর পাশাপাশি একাধিক পরীক্ষার কথা মাথায় রেখে জানানো হয়েছে, অ্যাডমিট কার্ড দেখিয়ে মেট্রোয় চড়া যাবে।
পাশাপাশি শনিবার দুপুরে মেট্রো বন্ধ রাখার যে নিয়ম চালু করা হয়েছিল তাও প্রত্যাহার করে নেওয়া হয়েছে। কলকাতা মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে, এ বার শনিবার দুপুরেও ট্রেন চলবে। অন্যদিকে শনিবার সকাল ৮ টা থেকে পরিষেবা শুরু হবে। চলবে রাত ১০ টা পর্যন্ত। কলকাতা মেট্রোর এই ঘোষণা যে শহরের নিত্যযাত্রীদের অনেক স্বস্তি দেবে তা বলার অপেক্ষা রাখে না। মেট্রো সূত্রে খবর, রবিবার মোট ১১২ টি ট্রেন চলবে। তবে এই ট্রেনগুলিতে ওঠার জন্য জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত থাকার পরিচয়পত্র প্রয়োজন হবে।
এর আগে কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়েছিল ১৩ অগস্ট, শুক্রবার থেকে মেট্রোর সংখ্যা বাড়ানো হচ্ছে। সকাল সাড়ে ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে মেট্রো। অফিস টাইমে অর্থাৎ, সকালের দিকে ও সন্ধের পর ৫ মিনিট অন্তর মেট্রো চলবে। সোম থেকে শুক্রবার দিনে মোট ২২৮টি অর্থাৎ আপ লাইনে ১১৪ টি ও ডাউন লাইনে ১১৪ টি ট্রেন চলবে। শনিবার চলবে মোট ১১৪ টি ট্রেন, আপ ও ডাউন লাউনে ৫২ টি করে মেট্রো চালানো হবে। রবিবার আপাতত কোনও মেট্রো চলবে না।
উল্লেখ্য, লকডাউনে পরিষেবা বন্ধের পর গত গত ১৬ জুলাই ফের চালু হয় মেট্রো পরিষেবা। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলছিল সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ছিল পরিষেবার সময়সীমা। প্রথমে মোট ৯৬ জোড়া ট্রেন চলছিল। শনি ও রবিবার রাজ্য সরকারের ঘোষণা মোতাবেক বন্ধ ছিল পরিষেবা। আরও পড়ুন: তালিবানের দেশে আটকে বাংলার অন্তত ২০০ জন, কীভাবে ফেরানো হবে জানালেন মমতা