KMC Dengue: কাঁপন ধরাচ্ছে ডেঙ্গি, কলকাতার স্কুলগুলির জন্য নির্দেশিকা জারি পুরনিগমের

Sayanta Bhattacharya | Edited By: সায়নী জোয়ারদার

Aug 08, 2023 | 6:43 AM

Dengue: ইতিমধ্যেই রাজ্যে ডেঙ্গিতে মৃত্যুর পরিসংখ্যান খুব একটা স্বস্তির নয়। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, ডেথ সার্টিফিকেটে কোমর্বিডিটির উল্লেখ থাকছে। তবে ডেঙ্গি পজিটিভ থাকলে শরীর যে অন্য রোগের সঙ্গে লড়াই করার ক্ষমতা ক্রমেই হারাতে থাকে, সে কথাও মেনে নিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

KMC Dengue: কাঁপন ধরাচ্ছে ডেঙ্গি, কলকাতার স্কুলগুলির জন্য নির্দেশিকা জারি পুরনিগমের
ডেঙ্গি নিয়ে সচেতন হওয়ার বার্তা।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: ডেঙ্গি প্রতিরোধে নির্দেশিকা জারি করল কলকাতা পুরনিগম (KMC)। এবারের নির্দেশিকায় জোর দেওয়া হয়েছে স্কুলগুলির উপর। সেখানে বলা হয়েছে, ডেঙ্গি ভাইরাল রোগ। নির্দিষ্ট করে যার কোনও চিকিৎসা এখনও অবধি নেই। এক্ষেত্রে একমাত্র পথ ‘সাপোর্টিভ ট্রিটমেন্ট’। ফি-বছর বর্ষা এলেই মাথাচাড়া দেয় ডেঙ্গি। একটা ছোট্ট ভাঁড়ে জল জমলেও তাতে জন্মাতে পারে এডিস ইজিপ্টি মশার লার্ভা।

পুরনিগমের নির্দেশিকায় বলা হয়েছে, স্কুলচত্বর, স্কুলের ছাদ, আশেপাশের এলাকায় কোনওভাবেই ময়লা জমতে দেওয়া যাবে না। পুরনিগমের ভেক্টর কন্ট্রোল বিভাগের কর্মীদের সঙ্গে যেন সবরকম সহযোগিতা করা হয় স্কুলের তরফে। অর্থাৎ সংশ্লিষ্ট বিভাগের তরফে পরিদর্শনে গেলে তাদের যেন সবরকমভাবে কাজ করার সুযোগ দেওয়া হয়।

নির্দেশিকায় বলা হয়েছে, পড়ুয়াদের স্কুল পোশাকের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, শরীরের অধিকাংশ অংশ যেন ঢাকা থাকে। অর্থাৎ ফুল হাতার শার্ট, ফুল ট্রাউজর পরানোর পরামর্শ দিয়েছে কলকাতা পুরনিগম। স্কুলের কোনও পড়ুয়া যদি ডেঙ্গি আক্রান্ত হয়, সেক্ষেত্রে স্থানীয় পুরনিগমের স্বাস্থ্যকেন্দ্রে (UPHC) জানানোর কথা বলা হয়েছে কলকাতা পুরনিগমের তরফে। শুধু ডেঙ্গি নয়, জ্বর এলেই তাদের জানানোর কথা বলা হয়েছে।

ইতিমধ্যেই রাজ্যে ডেঙ্গিতে মৃত্যুর পরিসংখ্যান খুব একটা স্বস্তির নয়। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, ডেথ সার্টিফিকেটে কোমর্বিডিটির উল্লেখ থাকছে। তবে ডেঙ্গি পজিটিভ থাকলে শরীর যে অন্য রোগের সঙ্গে লড়াই করার ক্ষমতা ক্রমেই হারাতে থাকে, সে কথাও মেনে নিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাই চিকিৎসকদের পরামর্শ কোনওভাবেই বাড়ির আশেপাশে, বাড়িতে জল জমতে দেওয়া যাবে না।

Next Article