Kuntal Ghosh: কত ‘মিথ্যা’ বলিয়েছে ইডি? হুঙ্কার দিয়েও আদালতে ‘প্রমাণ’ জমা দিলেন না কুন্তল!

সুজয় পাল | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 07, 2023 | 11:51 PM

Kuntal Ghosh: কিছুদিন আগে নিম্ন আদালতের বিচারককে একটি চিঠি দিয়ে নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষ দাবি করেছিলেন, তাঁকে অভিষেকের নাম বলতে চাপ দেওয়া হচ্ছে।

Kuntal Ghosh: কত মিথ্যা বলিয়েছে ইডি? হুঙ্কার দিয়েও আদালতে প্রমাণ জমা দিলেন না কুন্তল!
কুন্তল ঘোষ
Image Credit source: নিজস্ব চিত্র

Follow Us

কলকাতা: ইডি কত মিথ্যা কথা তাঁকে দিয়ে বলিয়েছে, সে প্রমাণ নাকি আদালতে নিয়ে গিয়েছিলেন কুন্তল ঘোষ। মামলার শুনানি হল, তবে জমা পড়ল না সেই ‘প্রমাণ’। সোমবার সকাল থেকে ফের একবার কুন্তলের চিঠি নিয়ে বাড়ে জল্পনা। আদালতে জমা দেওয়া এমনই এক চিঠির জেরে খোদ কেন্দ্রীয় সংস্থার প্রশ্নের মুখে পড়তে হয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এদিন আদালতে যাওয়ার পথে ফের কিছু নথি দেখিয়ে কুন্তল ঘোষ দাবি করেন, চিঠি নিয়ে যাচ্ছেন তিনি। তবে শেষ পর্যন্ত সে চিঠি জমা পড়েনি আদালতে।

সোমবার আদালতে তোলা হলে ফের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে প্রাক্তন তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষকে। আদালত থেকে বেরনোর সময় চিঠির ব্যাপারে আর কিছু বলতে শোনা যায়নি তাঁকে। তবে ওই চিঠিতে কী ছিল, সেই তথ্য স্পষ্ট নয়।

এদিন প্রিজন ভ্যান থেকে আদালত চত্বরে নামার সময় উপস্থিত সাংবাদিকদের দিকে একটি সাদা বড় খাম তুলে দেখান তিনি। খাম হাতে নিয়ে বলেন, ইডি আমাকে দিয়ে কত মিথ্যা বলিয়েছে, এটা তার প্রমাণ। এটা আমি আদালতে দেখাব। পরে শুনানি চলাকালীন কোনও খাম বা চিঠি তিনি পেশ করেননি।

কিছুদিন আগে নিম্ন আদালতের বিচারককে একটি চিঠি দিয়ে নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষ দাবি করেছিলেন, তাঁকে অভিষেকের নাম বলতে চাপ দেওয়া হচ্ছে। পরে তিনি থানাতেও একই অভিযোগ জানিয়েছিলেন। কাকতালীয়ভাবে তার আগেই একটি দলীয় সভা থেকে অভিষেক বলেছিলেন, তাঁর নাম বলতে চাপ দেওয়া হয়েছিল সারদার অভিযুক্তদের। সেই মামলা হাইকোর্টে গড়ালে আদালতের নির্দেশে অভিষেককে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় সংস্থা।

Next Article