কলকাতা: কলকাতা পুরসভার গরিমা নষ্ট করছে কলকাতা পুলিশ। যত্রতত্র হকার বসিয়ে, এমনকি বেআইনি পার্কিংয়ে মদত দিয়ে কলকাতা পুলিশ পুরসভাকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করছে। কলকাতা পুরসভার অধিবেশনে শাসকদল এবং মেয়রকে অপ্রস্তুত অবস্থায় ফেলে দিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ দে। তিনি সরাসরি অভিযোগ করেন, “কাউন্সিলররা কিছুই জানতে পারছেন না। যেখানে সেখানে রাস্তা দখল হয়ে যাচ্ছে। বেআইনি পার্কিং একাধিক এলাকায় তৈরি হচ্ছে। পুলিশ এগুলি সবই জানে।” তাঁর বক্তব্য, পুলিশ বিজ্ঞাপন দিয়ে বলছে, পার্কিংয়ে কোনও সমস্যা থাকলে ১০০ ডায়াল করতে। তা কেন হবে? সেটাই প্রশ্ন কাউন্সিলরের। কারণ শহরের পুরো পার্কিং কলকাতা পুরসভার অধীনে। কলকাতা পুরসভার কাজগুলি পুলিশ ঘুরিয়ে করে নিচ্ছে। তাঁর আরও বক্তব্য, পুলিশের যদি এধরনের উদ্যোগ নেওয়ারই থাকে, তাহলে আগে কলকাতা পুরসভাকে জানাতে হবে। সেরকম মনে হলে পুরসভার তরফে অভিযোগ জমা পড়বে। তাঁর বক্তব্যকে এদিন সমর্থন জানান, বিরোধী বাম, বিজেপি, কংগ্রেস কাউন্সিলররা।
যদিও মেয়র ফিরহাদ হাকিম গোটা বিষয়টিকে লঘু করার চেষ্টা করেছেন। তিনি বলেছেন, “পুলিশকে নির্ভর করেই আমাদের চলতে হয়। আমাদের নির্ভরশীল হতে হয়। কারণ বেআইনি পার্কিং তুলতে গিয়ে বা বেআইনি নির্মাণ ভাঙতে গেলে পুলিশ ছাড়া আমাদের কাজ সম্ভব নয়।” প্রসঙ্গত, এর আগেও বিশ্বরূপ কলকাতায় হকার ও পার্কিং নিয়ে পুরসভার অধিবেশনে প্রশ্ন তুলেছেন। এদিন মেয়রের সামনেই প্রশ্ন তোলেন তিনি।