Advertisement Rules: মেন ক্রসিং-এ আর বিজ্ঞাপনের হোর্ডিং নয়, একগুচ্ছ নিয়ম বলে দিল পুরনিগম
Advertisement Rules: পার্কিং নিয়েও নির্দেশ দেওয়া হয়েছে। বোর্ড লাগান একটা অ্যাপ তৈরি করতে বলা হয়েছে। পুরনিগমের অতিরিক্ত কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কলকাতা: শহরের মেন ক্রসিং-এর ১৫ মিটারের মধ্যে বিজ্ঞাপনী হোর্ডিং নয়। এমনটাই জানিয়ে দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। শুক্রবার বিজ্ঞাপন নীতিতে অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। সেখানে একাধিক নতুন বিষয় রয়েছে।
নয়া বিজ্ঞাপন নীতিতে বলা হয়েছে-
১. মেট্রো সহ অন্যান্য সংস্থার বিজ্ঞাপনে ৫০ শতাংশ অধিকার থাকবে কলকাতা পুরনিগমের।
২. পুরনিগমের মাধ্যমেই বিজ্ঞাপন দিতে হবে।
৩. হেরিটেজ বিল্ডিং-এ কোনও বিজ্ঞাপন থাকবে না।
৪. ইকো ফ্রেন্ডলি ব্যানার হোর্ডিং-এ ফ্লেক্স রাখতে হবে।
৫. উৎসবের সময় ক্লাবের নাম রাখতে হবে হোর্ডিং-এ।
এছাড়া পার্কিং নিয়েও নির্দেশ দেওয়া হয়েছে। বোর্ড লাগান একটা অ্যাপ তৈরি করতে বলা হয়েছে। পুরনিগমের অতিরিক্ত কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছে।
শহরের রাস্তায় জল জমা আটকাতে একাধিক ব্যবস্থা নেওয়ার কথা বলেন ফিরহাদ। জানানো হয়েছে, যেখানে জল জমে সেখানে পেভার ব্লক দেওয়া হবে। তারাতলা রোড, গড়াগাছা রোড সহ অনেক জায়গায় জল জমেছে, বন্দর এলাকাতেও কোনও নিকাশি ব্যবস্থা নেই বলে উল্লেখ করা হয়েছে। কন্ট্রোল রুম খোলা থাকবে বলে জানানো হয়েছে, বৃষ্টি কমার পাঁচ ঘন্টা বাদে জল থাকবে না রাস্তায়।
