Street Dogs: পথকুকুরদের নির্বীজকরণ, পাড়ায় পাড়ায় সচেতনতা প্রচার করবে পুরনিগম

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Apr 11, 2022 | 8:39 PM

Kolkata Municipal Corporation: মে মাসের প্রথম সপ্তাহে একটি কেন্দ্রীয় সেমিনার আয়োজিত হতে চলেছে। ওই সেমিনারে শহরের সব কাউন্সিলারকে উপস্থিত থাকতে বলা হবে। পথ কুকুরদের নির্বীজকরণ এবং টিকাকরণের ক্ষেত্রে এলাকায় কী ধরনের প্রচার করা হবে, কোন পথে হবে কাজ, সেই সব বোঝাতে প্রথমে জনপ্রতিনিধিদের নিয়ে কর্মশালা করবে পুর কর্তৃপক্ষ।

Street Dogs: পথকুকুরদের নির্বীজকরণ, পাড়ায় পাড়ায় সচেতনতা প্রচার করবে পুরনিগম
কলকাতার পথকুকুর (প্রতীকী ছবি)

Follow Us

কলকাতা: আগামী মে মাসের প্রথম সপ্তাহ থেকে শহরজুড়ে পথ কুকুরদের (Street Dogs) নির্বীজকরণ এবং টিকাকরণ অভিযান শুরু করতে চলেছে কলকাতা পুরনিগম (Kolkata Municipal Corporation)। কিন্তু তার আগে হবে সচেতনতা প্রচার। এর জন্য মে মাসের প্রথম সপ্তাহে একটি কেন্দ্রীয় সেমিনার আয়োজিত হতে চলেছে। ওই সেমিনারে শহরের সব কাউন্সিলারকে উপস্থিত থাকতে বলা হবে। পথ কুকুরদের নির্বীজকরণ এবং টিকাকরণের ক্ষেত্রে এলাকায় কী ধরনের প্রচার করা হবে, কোন পথে হবে কাজ, সেই সব বোঝাতে প্রথমে জনপ্রতিনিধিদের নিয়ে কর্মশালা করবে পুর কর্তৃপক্ষ। সোমবার কলকাতা পুরনিগমে এই সংক্রান্ত একটি বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র তথা স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ অতীন ঘোষ, বিভিন্ন বরো চেয়ারম্যান এবং অন্যান্য স্বাস্থ্য আধিকারিকরা।

সোমবারের ওই বৈঠকে স্থির হয়েছে, প্রথমে মানুষকে সচেতন করার কাজ হবে। সূত্রের খবর, তার জন্য প্রতি ওয়ার্ড পিছু আট হাজার টাকা করে বরাদ্দ হয়েছে। পুরনিগমের এক আধিকারিক বলেন, অনেক সময় দেখা যায় কুকুর তুলে নিতে গেলে স্থানীয় পশুপ্রেমীদের বাধার সম্মুখীন হতে হয় পুরনিগমের কর্মীদের। কিন্তু সেই পাগল কুকুর পথচলতি মানুষকে কামড়ে রোগ ছড়াচ্ছে। সেটাও চিন্তার বিষয়। এই কারণে কুকুরটিকে সংশ্লিষ্ট অঞ্চল থেকে তুলে নিয়ে গিয়ে নির্বীজকরণ করার পর ভালভাবে পুরনো জায়গাতেই ছেড়ে দেওয়া হবে। এই বিষয়গুলি বোঝানোর জন্যই সচেতনতা কর্মসূচি প্রয়োজন বলে জানিয়েছেন পুরনিগমের ওই আধিকারিক।

পুরনিগম সূত্রে খবর, মে মাসের প্রথম সপ্তাহ থেকেই শহরের পথ কুকুরদের জন্য এই কর্মসূচি শুরু হবে। ২৬ নভেম্বরের মধ্যে গোটা প্রক্রিয়া শেষ করে ফেলতে চাইছে পুরনিগম কর্তৃপক্ষ। কলকাতা পুরনিগম সূত্রে খবর, প্রতিদিন তিনটি করে ওয়ার্ড টার্গেট করে এগোনো হবে। মোটামুটি ১০-১২ বার এক একটি ওয়ার্ড থেকে পথ কুকুরদের তোলা হবে।

আরও পড়ুন : Kunal Ghosh: ‘দলবিরোধী মুখপাত্রের বহিষ্কার চাই’, তৃণমূলের ‘ফেসবুক যোদ্ধা’দের নিশানায় কুণাল

আরও পড়ুন : Maa Canteen: ‘৫ টাকার ডিম-ভাতের মা ক্যান্টিনে ১০০ কোটির স্ক্যাম’! বিস্ফোরক শুভেন্দু

Next Article