কলকাতা: মুখ থুবড়ে শরীরটা পড়ে ছিল রাস্তার ধারে। সকালে প্রাতঃভ্রমণে আসা কয়েকজনের চোখে বিষয়টা পড়ে। উঁকি দিয়ে ভাল করে দেখতেই নজরে পড়ে মুখের একপাশে কার্যত খুবলে গিয়েছে। বুকের বাঁ পাশেও গভীর ক্ষত। শিউরে উঠেছিলেন প্রত্যক্ষদর্শীরা। সাতসকালে পার্ক সার্কাস ময়দানের কাছে ভয়ঙ্কর ঘটনা। এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম শাহনওয়াজ ফরিদ (২৮)। ঘটনায় এখনও পর্যন্ত ২ জনকে আটক করেছে। পরিবার সূত্রে জানা যাচ্ছে, শাহনওয়াজ বুধবার বিকালে বাড়ি থেকে বের হয়েছিলেন। তাঁর দুই বন্ধু তাঁকে পার্ক সার্কাস ময়দানে ডেকে নিয়ে যান বলে দাবি পরিবারের। তারপর থেকে আর খোঁজ মিলছিল না ছেলের। রাতেও বাড়ি ফেরেননি। পরিবারের তরফে সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজ করা হয়।
সকালে থানায় নিখোঁজ ডায়েরি করার কথাও ভেবেছিলেন পরিবারের সদস্যরা। কিন্তু তার আগেই থানা থেকেই তাঁদের কাছে ফোন যায়। শাহনওয়াজের শরীরে একাধিক গভীর ক্ষত ছিল। দৃশ্যত মনে হচ্ছিল, ধারাল কোনও অস্ত্র দিয়ে তাঁকে কোপানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, মুখে আর বুকের ক্ষতটা সবচেয়ে বেশি গভীর ছিল। পরিবারের তরফ থেকে খুনের অভিযোগ তোলা হচ্ছে। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, পুরনো কোনও শত্রুতার জেরেই খুন হয়ে থাকতে পারেন শাহনওয়াজ। বন্ধুদের সঙ্গে প্রথমে বচসা হয়, তার জেরেই তাঁকে খুন করা হয় বলে অভিযোগ।
পরিবার খুনের অভিযোগ তুলছে, তবে কোনও ‘ক্লু’ আপাতত দিতে পারেননি কোনও সদস্যই। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। আপাতত দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেখান থেকেই কোনও সূত্র উঠে আসবে বলে নিশ্চিত পুলিশ। কথা বলা হচ্ছে পরিবারের সদস্যদের সঙ্গেও।
এক প্রত্যক্ষদর্শী বলেন, “গা পাকিয়ে উঠেছিল সকালে এমন শরীরটা দেখে। রক্তাক্ত। রাস্তার ধারে পড়েছিল দেহটা। ভাল করে দেখায় ক্ষতগুলো চোখে পড়ে। সে এক ভয়ানক দৃশ্য। রাতেই ঘটনাটা ঘটেছে ।”