কলকাতা: প্রাক বর্ষার প্রস্তুতি (Pre Monsoon Meet) নিয়ে নবান্নে (Nabanna) বৈঠক। আজ, সোমবার দুপুরে বৈঠক হওয়ার কথা। নেতৃত্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ইয়াস বিধ্বস্ত এলাকাগুলির বর্তমান পরিস্থিতি, বিধ্বস্তদের ক্ষতিপূরণের বিষয়টিও এদিনের বৈঠকে উঠে আসবে। কীভাবে ত্রাণকার্য আরও দ্রুত সম্ভব, তা নিয়ে আলোচনা হতে পারে বৈঠকে।
পাশাপাশি বাংলার কোভিড পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। বাংলার দৈনিক সংক্রমণের হার ক্রমেই নিম্নমুখী। এই পরিস্থিতিতে লকডাউনের পরবর্তী ধাপ নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বৈঠকে জেলাশাসক-সহ জেলার উচ্চ পদস্থ প্রশাসনিক আধিকারিকরা থাকবেন।
প্রতিবারই প্রাক বর্ষার আগে একটি প্রস্তুতি বৈঠক করে রাজ্য সরকার। তবে ইয়াসের প্রভাবে নদী বাঁধ গুলি ভেঙে পড়ায়, উপকূলবর্তী এলাকাগুলি বিধ্বস্ত হওয়ায়, এবারের বৈঠক আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কীভাবে চাষের জমি রক্ষা করা সম্ভব, সেটাই বড় চ্যালেঞ্জ সরকারের।
বিবার উত্তরবঙ্গের ৬ জেলায় বর্ষা ঢুকেছে বলে জানিয়েছে মৌসম ভবন। এবার প্রশ্ন দক্ষিণবঙ্গে কবে ঢুকবে? আবহাওয়াবিদরা দেখাচ্ছেন আশার আলো। আগামী কয়েক দিনের মধ্যেই দক্ষিণবঙ্গেও বর্ষা ঢুকে পড়বে। তবে আজই দক্ষিণবঙ্গের বেশ কয়েক জায়গায় স্বস্তির বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
সোমবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, হুগলি ও দুই বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। সপ্তাহের শুরুতেই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াস।
কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ মেঘলাই থাকবে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ২.১ মিমি। এবারের বর্ষায় স্বাভাবিক বৃষ্টির পূর্বাভাসও দিয়েছেন আবহাওয়াবিদরা।