কলকাতা: তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ দেখা গিয়েছে জেলার নেতা কর্মীদের মধ্যে। এবার অসন্তোষের ছবি ধরা পড়ল দলের প্রথম সারির নেতার মধ্যেও। সূত্রের দাবি, রাজ্যের কৃষিমন্ত্রী ও খড়দহের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় (Shobhondeb Chatterjee) তালিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। শুধু ক্ষোভ প্রকাশই নয়, তিনি এতটাই বিরক্ত যে মাঝ বৈঠকে উঠে চলে যান বলে সূত্রের খবর। এরপরই তিনি দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) মেসেজ করে সাক্ষাতের জন্য সময়ও চান বলে দাবি করেছে সূত্র। স্বভাবতই এই ঘটনা ঘিরে নতুন করে অস্বস্তিতে শাসকদল। তবে এই নিয়ে প্রকাশ্যে কেউ কোনও মন্তব্য করেননি। ঘটনাটি ঘটে রবিবার ব্যারাকপুরের সাংগঠনিক জেলার বৈঠকে। এই বৈঠকে ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, সুজিত বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, নির্মল ঘোষ, তাপস রায়। ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়ও।
সূত্রের খবর, বাগুইআটিতে এই বৈঠক হয়। ভোট সংক্রান্ত আলোচনা চলছিল বৈঠকে। দলের প্রথম সারির নেতারাই সেখানে উপস্থিত ছিলেন। সূত্রের দাবি, এরইমধ্যে ফোন আসে শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে এবং জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে। বারাকপুর তৃণমূলের জেলা সভাপতি পার্থ ভৌমিকের কাছ থেকে ফোনটি আসে। কারণ, তিনি সভাতে ছিলেন না। ফোনে জানানো হয় তালিকায় কিছু বদল হয়েছে। অর্থাৎ এই বদল পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সীর সই করা যে তালিকা তাতে। যদিও অপর এক সূত্রের দাবি, এই বৈঠকে পার্থ ভৌমিক ছিলেন।
সূত্রের দাবি, তখনই শোভনদেব চট্টোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেন। জানতে চান সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায়ের সই করা প্রার্থী তালিকায় কীভাবে বদল করা হল? কে এটা করল তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। একইসঙ্গে সূত্র জানিয়েছে, শোভনদেব এই পিছনে চক্রান্তেরও গন্ধ পান। এরপরই বৈঠক থেকে বেরিয়ে যান শোভনদেব। সূত্রের খবর, এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়কে এসএমএস করেন শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর কাছে সাক্ষাতের জন্য সময় চান তিনি। তবে কেন এই তালিকায় বদল, ঊর্ধ্বতন নেতৃত্বের নির্দেশ নাকি অন্য কোনও কারণ রয়েছে এর পিছনে এই নিয়ে প্রকাশ্যে কেউই এখনও কোনও মন্তব্য করেননি।
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
কলকাতা: তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ দেখা গিয়েছে জেলার নেতা কর্মীদের মধ্যে। এবার অসন্তোষের ছবি ধরা পড়ল দলের প্রথম সারির নেতার মধ্যেও। সূত্রের দাবি, রাজ্যের কৃষিমন্ত্রী ও খড়দহের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় (Shobhondeb Chatterjee) তালিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। শুধু ক্ষোভ প্রকাশই নয়, তিনি এতটাই বিরক্ত যে মাঝ বৈঠকে উঠে চলে যান বলে সূত্রের খবর। এরপরই তিনি দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) মেসেজ করে সাক্ষাতের জন্য সময়ও চান বলে দাবি করেছে সূত্র। স্বভাবতই এই ঘটনা ঘিরে নতুন করে অস্বস্তিতে শাসকদল। তবে এই নিয়ে প্রকাশ্যে কেউ কোনও মন্তব্য করেননি। ঘটনাটি ঘটে রবিবার ব্যারাকপুরের সাংগঠনিক জেলার বৈঠকে। এই বৈঠকে ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, সুজিত বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, নির্মল ঘোষ, তাপস রায়। ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়ও।
সূত্রের খবর, বাগুইআটিতে এই বৈঠক হয়। ভোট সংক্রান্ত আলোচনা চলছিল বৈঠকে। দলের প্রথম সারির নেতারাই সেখানে উপস্থিত ছিলেন। সূত্রের দাবি, এরইমধ্যে ফোন আসে শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে এবং জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে। বারাকপুর তৃণমূলের জেলা সভাপতি পার্থ ভৌমিকের কাছ থেকে ফোনটি আসে। কারণ, তিনি সভাতে ছিলেন না। ফোনে জানানো হয় তালিকায় কিছু বদল হয়েছে। অর্থাৎ এই বদল পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সীর সই করা যে তালিকা তাতে। যদিও অপর এক সূত্রের দাবি, এই বৈঠকে পার্থ ভৌমিক ছিলেন।
সূত্রের দাবি, তখনই শোভনদেব চট্টোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেন। জানতে চান সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায়ের সই করা প্রার্থী তালিকায় কীভাবে বদল করা হল? কে এটা করল তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। একইসঙ্গে সূত্র জানিয়েছে, শোভনদেব এই পিছনে চক্রান্তেরও গন্ধ পান। এরপরই বৈঠক থেকে বেরিয়ে যান শোভনদেব। সূত্রের খবর, এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়কে এসএমএস করেন শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর কাছে সাক্ষাতের জন্য সময় চান তিনি। তবে কেন এই তালিকায় বদল, ঊর্ধ্বতন নেতৃত্বের নির্দেশ নাকি অন্য কোনও কারণ রয়েছে এর পিছনে এই নিয়ে প্রকাশ্যে কেউই এখনও কোনও মন্তব্য করেননি।
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা