কলকাতা: দু’দিন আগে আত্মহত্যা করে থাকতে পারেন বাবা-মা-ছেলে। নিউ মার্কেটের (New Market) রফি আহমেদ কিদওয়াই রোবডের হোটেল থেকে তিন জনের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য (Crime News)।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, দেহ থেকে পচা গন্ধ বেরোচ্ছে। মনে করা হচ্ছে ১৪ তারিখ রাতেই আত্মঘাতী হয়েছেন তাঁরা। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে গোটা বিষয় স্পষ্ট হবে বলেই মত তদন্তকারীদের।
হোটেল কর্মীদের কাছ থেকে জানা গিয়েছে, ১৪ তারিখে হোটেলে আসার পরে ওই দিন রাতে শেষ খাওয়ার অর্ডার করেছিলেন তাঁরা। ১৫ তারিখে সারাদিন আর দেখা যায়নি। খতিয়ে দেখা হচ্ছে মোবাইলের কললিস্ট। শেষ করে সঙ্গে কথা হয়েছিল তা জানানোর চেষ্টা করেছেন তদন্তকারীরা।
উল্লেখ্য, মঙ্গলবার সকালে নিউ মার্কেটের রফি আহমেদ কিদওয়াই রোবডের হোটেল থেকে সুশীলকুমার বনসওয়াল (৬৬), চন্দাদেবী বনসওয়াল (৬০). সুনীত কুমার বনসওয়াল (৪৫) তিন জনের দেহ উদ্ধার হয়। তদন্তে জানা যায়, তাঁরা শিলিগুড়ির বাসিন্দা। ১৪ তারিখ ওই হোটেলে ওঠেন তাঁরা।
আরও পড়ুন: ‘ওয়াররুমে’ চরম ‘অস্থিরতা’, বাংলার নেতাদের দিল্লিতে জরুরি তলব শাহের
মঙ্গলবার সকালে রুম পরিষ্কার করে গিয়ে দরজা বন্ধ দেখেন হোটেল কর্মী। তখনই ম্যানেজারকে ডাকেন। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও দরজা না খোলায় থানায় খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে দরজা ভেঙে দেহ তিনটি উদ্ধার করে। সেখান থেকে উদ্ধার হয় একটি সুইসাইড নোট ও বিষের বোতল। প্রাথমিক অনুমান, বিষ খেয়েই আত্মঘাতী হয়েছেন তাঁরা। সুনীত কুমারের ব্যাগের ব্যবসা ছিল। ব্যবসা সংক্রান্ত কারণেই আত্মঘাতী হয়ে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। পরিবারের বাকি সদস্যদের সঙ্গে কথা বলা হচ্ছে।