কলকাতা: আশুতোষ কলেজে (Ashutosh College) ছাত্র সংঘর্ষ ও পুলিশের আক্রান্ত হওয়ার ঘটনায় ইতিমধ্যেই ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় তৃণমূল ছাত্র পরিষদের দু’পক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে আশুতোষ কলেজ চত্বর। গণ্ডগোল থামাতে গিয়ে মাথা ফাটে ভবানীপুর থানার (Bhabanipur Police Station) অ্যাডিশন্যাল ওসি রাজীব সাহুর। পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি ইট বৃষ্টির অভিযোগ ওঠে ছাত্রদের বিরুদ্ধে। দুপক্ষের ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার সূত্রপাত সম্পূর্ণ অন্য একটি ইস্যুকে কেন্দ্র করে। শনিবার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্যজুড়ে কর্মসূচি ছিল তৃণমূলের। সেই কর্মসূচি থেকে ফেরার সময়ই পুরনো বিবাদই এ দিন মাথাচাড়া দেয়। সংঘর্ষে জড়িয়ে পড়ে পুরনো বিবাদমান দুপক্ষ।
সংঘর্ষের সময় এক পক্ষ থানায় অভিযোগ জানাতে আসছিলেন। তখন অপরপক্ষের সদস্যরা বাধা দেওয়ার জন্য বাইরে ইটবৃষ্টি শুরু করেন। পুলিশকে লক্ষ্য করেও ছোড়া হয় ইট। তখনই আহত হন ভবানীপুর থানার পুলিশ কর্তা। অভিযুক্তদের মধ্যে রয়েছেন কলেজের প্রাক্তনী তৃণমূল ছাত্র পরিষদের এক নেতা।
কেন বারবার আক্রান্ত হতে হয় পুলিশকে?
এ প্রসঙ্গে প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “গন্ডগোল থামাতে গিয়ে পুলিশের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকেই যায়। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া নতুন কিছু নয়। এটা পুলিশের চাকরির একটা অংশ। বাইরে থেকে ঢিল ছোড়া অনুচিত। এর জন্য যথোপযুক্ত সেকশনে কেস হবেই। পুলিশের ওপর হামলা এখন বেড়েছে। উৎশৃঙ্খলতা বাড়ছে। সেটা কমাতে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। পুলিশ নাগরিক সুরক্ষার জন্য রয়েছেন।” এই ঘটনায় এখনও পর্যন্ত ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। খবর পাওয়া মাত্রই রাতে এলাকায় যান ডিসি সাউথ। এই ঘটনায় অত্যন্ত তৎপর পুলিশ।
আরও পড়ুন: টিএমসিপি-র গোষ্ঠী সংঘর্ষে তপ্ত ভবানীপুর, ঝামেলা থামাতে গিয়ে মাথা ফাটল পুলিশের