বাসের নিচে আটকে গেল শরীর, সেই ভাবেই চলল বেশ কিছুটা… দ্বিতীয় হুগলি সেতুতে মর্মান্তিক দুর্ঘটনা

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 10, 2021 | 1:16 PM

Bike Accident: প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ঘড়ির কাঁটায় তখন সওয়া দশটা। দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজা পেরিয়ে কলকাতার দিকে যাচ্ছিলেন বাইক চালক।

বাসের নিচে আটকে গেল শরীর, সেই ভাবেই চলল বেশ কিছুটা... দ্বিতীয় হুগলি সেতুতে মর্মান্তিক দুর্ঘটনা
নিজস্ব চিত্র

Follow Us

হুগলি: ফের রেষারেষির বলি! বাইক থেকে ছিটকে পড়ে বাসের নীচে আটকে গেলেন যুবক। সেই অবস্থাতেই প্রায় এক কিলোমিটার তাঁকে টেনে নিয়ে গেল বাস। দ্বিতীয় হুগলি সেতুতে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। গুরুতর আহত বাইকের অপর আরোহী।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ঘড়ির কাঁটায় তখন সওয়া দশটা। দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজা পেরিয়ে কলকাতার দিকে যাচ্ছিলেন বাইক চালক। প্রচণ্ড গতিতে একটি বাস গিয়ে বাইকে ধাক্কা মারে।

বাইকের চালক বাসের নীচে আটকে যান। আরোহী বাইক থেকে ছিটকে পড়ে যান। বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা অনান্য যাত্রীরা সাহায্যের জন্য চিত্কার করতে থাকেন। কিন্তু অভিযোগ, কর্তব্যরত কোনও পুলিশ কর্মী প্রথমে সাহায্যের জন্য এগিয়ে আসেননি।

স্থানীয়রাই প্রাথমিকভাবে ওই ব্যক্তিকে বাসের নিচ থেকে বার করে আনার চেষ্টা করেন। হাসপাতালে পাঠানো হলেও, শেষ পর্যন্ত রক্ষা করা সম্ভব হয়নি। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি অপর আরোহী। প্রত্যক্ষদর্শীরা পুলিশি গাফিলতির অভিযোগ তুলেছে। তাঁদের অভিযোগ, তত্পরতার সঙ্গে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে বাইক চালককে বাঁচানো সম্ভব হত। আরও পড়ুন: ‘আমার সঙ্গে খারাপ করতে পারে ওরা’, টলিউড-অভিনেতার বাড়ি থেকে বধূর রহস্যজনক ফোন

Next Article