মধ্যরাতে বেপরোয়া গতির বলি ভ্যান চালক, বেলেঘাটায় উত্তেজনা

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 11, 2021 | 1:17 PM

Accident In Kolkata: জোড়ামন্দিরের কাছে যেখানে ব্যক্তির দেহ উদ্ধার হয়, তার পাশেই ছিল একটি ভ্যান। প্রাথমিকভাবে ওই ব্যক্তিকে ভ্যান চালক বলেই মনে করছে পুলিশ।

মধ্যরাতে বেপরোয়া গতির বলি ভ্যান চালক, বেলেঘাটায় উত্তেজনা
নিজস্ব চিত্র

Follow Us

কলকাতা: মধ্যরাতে বেলেঘাটার (Beleghata) জোড়ামন্দিরের কাছে উদ্ধার অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ। গাড়ির চাকায় পিষ্ট হয়েই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে পুলিশ এক প্রকার নিশ্চিত। পুলিশ ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে।

জোড়ামন্দিরের কাছে যেখানে ব্যক্তির দেহ উদ্ধার হয়, তার পাশেই ছিল একটি ভ্যান। প্রাথমিকভাবে ওই ব্যক্তিকে ভ্যান চালক বলেই মনে করছে পুলিশ। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে দুর্ঘটনাগ্রস্ত ভ্যানটিকে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, শিয়ালদা থেকে ইএম বাইপাসের দিকে যাচ্ছিল একটি গাড়ি। চার চাকা গাড়িটির গতিবেগ স্বাভাবিকের তুলনায় বেশি ছিল। ভ্যানটি রাস্তার ধার দিয়েই যাচ্ছিল। দ্রুত গতিতে গাড়িটি গিয়ে ধাক্কা মারে। ঘাতক গাড়ি ও চালকের খোঁজে তল্লাশি বেলেঘাটা থানার পুলিশের।

রাতের শহরে একের পর এক দুর্ঘটনা ঘটছে। তাতে স্থানীয়রা প্রশাসনের নজরদারি অভাবের অভিযোগ তুলেছেন। পুলিশ রাতে যাতে যানবাহনের গতি নিয়ন্ত্রণে আরও কড়া ভূমিকা নেয়, তার দাবি তুলেছেন তাঁরা। গত কয়েক দিনে এ ধরনের বেশ কয়েকটি দুর্ঘটনার খবর প্রকাশ্যে এসেছে।

আরও পড়ুন: করোনা বিধির মধ্যেও কীভাবে পার্টিতে সায়? পার্ক হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর

Next Article