বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা, মাটিতে মুখ থুবড়ে পড়ে ব্যক্তি, সাতসকালেই কেষ্টপুরে ভয়ঙ্কর ঘটনা!

Jan 29, 2021 | 2:39 PM

মাটির ওপর মুখ থুবড়ে পড়ে রয়েছেন এক ব্যক্তি। রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছেন। সাতসকালে কেষ্টপুরে ভয়ঙ্কর ঘটনা।

বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা, মাটিতে মুখ থুবড়ে পড়ে ব্যক্তি, সাতসকালেই কেষ্টপুরে ভয়ঙ্কর ঘটনা!
কেষ্টপুরে বিস্ফোরণ

Follow Us

কলকাতা: আচমকাই বিকট শব্দ। কেঁপে ওঠে গোটা এলাকা। বহুতল থেকে ততক্ষণে স্থানীয় বাসিন্দারা বাইরে বেরিয়ে এসেছেন। দেখেন মাটির ওপর মুখ থুবড়ে পড়ে রয়েছেন এক ব্যক্তি। রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছেন। সাতসকালে কেষ্টপুরে ভয়ঙ্কর ঘটনা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কেষ্টপুর বিদ্যাসাগরপল্লিতে একটি বহুতল আবাসন নির্মাণের কাজ চলছিল। কর্মীরা মাটি কাটচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকাই একটি বিস্ফোরণ হয়। ধোঁয়ায় আবছা হয়ে যায় গোটা এলাকা। ছিটকে পড়েন এক কর্মী। তিনি মাটি কাটচ্ছিলেন।

ঘটনাস্থলে পুলিস

আরও পড়ুন: ১০ হাজার নয়, ট্যাব কেনার জন্য ২০ হাজার টাকা ঢুকল পড়ুয়াদের অ্যাকাউন্টে!

বিস্ফোরণের অভিঘাতে আশেপাশের বাড়িও কেঁপে ওঠে। আবাসন থেকে বেরিয়ে আসেন বাসিন্দারা। তবে কী থেকে বিস্ফোরণ, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে বাগুইআটি থানার পুলিশ। ঘটনাস্থলে গিয়েছেন বিধাননগরের ডিসি জে মারশী। আহত কর্মী বর্তমানে মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বম্ব স্কোয়াডের সদস্যরাও ঘটনাস্থলে রয়েছেন।

Next Article