কলকাতা: আগামী রবিবার কলকাতার ইডেন গার্ডেন্সে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। ‘হাইপ্রোফাইল’ এই ম্যাচকে ঘিরে কড়া নিরাপত্তায় মোড়া হচ্ছে তিলোত্তমা। নিরাপত্তার সমস্তরকম ব্যবস্থা রাখা হচ্ছে কলকাতা পুলিশের তরফে। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তিনি বলেন, ইডেনে ৬৫ হাজারের কাছাকাছি দর্শক হতে পারে এই ম্যাচকে ঘিরে। দুই টিমের খেলোয়ারদের যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য পুলিশি নজরদারি চালানোর ব্যবস্থা করা হচ্ছে। ট্রাফিক ব্যবস্থাও বিশেষ নজরে রাখা হবে।
পুলিশ কমিশনার জানান, দর্শকদের কোনওরকম সমস্যার মুখোমুখি হতে হবে না। মোট চার হাজার পুলিশ মোতায়েন হবে বলে জানান তিনি। এর পাশাপাশি কলকাতা পুলিশ নজর রাখছে টিকিট কালবাজারির উপরেও। ইতিমধ্যেই এই ম্যাচের টিকিট নিয়ে নানা রকম অভিযোগ উঠেছে। নির্দিষ্ট অভিযোগ দায়ের হয়েছে ময়দান থানায়।
বিনীত গোয়েল বলেন, “আমরা সমস্তরকম ব্যবস্থা নিচ্ছি। ইতিমধ্যে ৫৫টি টিকিট বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে সাতজনকে। এই টিকিট তাঁরা কোথা থেকে কীভাবে পেয়েছেন, তাও খতিয়ে দেখা হচ্ছে।” পুলিশ কমিশনার জানান, “টিকিটের কালোবাজির নিয়ে ময়দান থানায় যে অভিযোগ হয়েছে তা নিয়ে সিএবি এবং টিকিট বুকিং সংস্থাকে নোটিস পাঠানো হয়। তারা জবাব দিয়েছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে। আমরা তদন্ত করছি। কত টিকিট, কীভাবে বিক্রি হয়েছে, কাদের মাধ্যমে তা বেরিয়েছে, সমস্ত তথ্য সংগ্রহ করার কাজ চলছে। তদন্তে বিসিসিআইয়ের কোনও ভূমিকা পাওয়া গেলে তাঁদের সঙ্গেও যোগাযোগ করা হবে।”