Jyotipriya Mallick: বালুর কনভয়েই থাকত বাকিবুরের গাড়ি: সূত্র

Sayanta Bhattacharya | Edited By: Soumya Saha

Nov 02, 2023 | 7:37 PM

Ration Scam: সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে, জ্যোতিপ্রিয় মল্লিকের কনভয়ে থাকত বাকিবুর রহমানের গাড়িও। সেই গাড়িতে বাকিবুর নিজে থাকত বলে সূত্রের দাবি। বাকিবুরের সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের সম্পর্কের বিষয়ে এখনও পর্যন্ত যে তথ্য উঠে এসেছে, তা কেবল হিমশৈলের চূড়ামাত্র বলেই মনে করছেন তদন্তকারী অফিসাররা।

Jyotipriya Mallick: বালুর কনভয়েই থাকত বাকিবুরের গাড়ি: সূত্র
জ্যোতিপ্রিয় মল্লিক ও বাকিবুর রহমান।
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) রেশন দুর্নীতি (Ration Scam) মামলায় গ্রেফতারির পর থেকেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসতে শুরু করেছে। মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দাবি, তিনি বাকিবুরকে (Bakibur Rahaman) চেনেন না। কিন্তু ইডি সূত্রের দাবি, এমন একগুচ্ছ তথ্য উঠে এসেছে যা বাকিবুর রহমানের সঙ্গে মন্ত্রীর যোগাযোগের দিকে ইঙ্গিত করে। আর এসবের মধ্যেই সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে, জ্যোতিপ্রিয় মল্লিকের কনভয়ে থাকত বাকিবুর রহমানের গাড়িও। সেই গাড়িতে বাকিবুর নিজে থাকত বলে সূত্রের দাবি। বাকিবুরের সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের সম্পর্কের বিষয়ে এখনও পর্যন্ত যে তথ্য উঠে এসেছে, তা কেবল হিমশৈলের চূড়ামাত্র বলেই মনে করছেন তদন্তকারী অফিসাররা।

সূত্র মারফত আরও জানা যাচ্ছে, খাদ্য দফতরে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন বাকিবুর রহমান। দফতর ছাড়াও সল্টলেকের এক জায়গাতেও বৈঠক হয়েছিল বলে ইডি সূত্রে খবর। সূত্রের দাবি, প্রভাব এতটাই ছিল যে জ্যোতিপ্রিয়র কনভয়ের সঙ্গেই থাকত বাকিবুরের গাড়ি। প্রসঙ্গত, জ্যোতিপ্রিয় মল্লিক বর্তমানে খাদ্যমন্ত্রী নন, তিনি এখন বনমন্ত্রী। কিন্তু ইডি সূত্রে খবর, মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালানোর সময় তাঁর বাড়ি থেকে খাদ্য দফতরের একাধিক স্ট্যাম্পও পাওয়া গিয়েছে। মন্ত্রীর বাড়িতে এখনও সেই স্ট্যাম্পগুলি কেন ছিল, সেই সব তথ্যের উত্তর খুঁজছেন ইডির তদন্তকারী অফিসাররা।

উল্লেখ্য, ইডি সূত্রের দাবি, তদন্তকারী অফিসাররা ইতিমধ্যেই তিনটি সংস্থার খোঁজ পেয়েছেন। সেই সংস্থাগুলির এককালে ডিরেক্টর ছিলেন জ্যোতিপ্রিয়র স্ত্রী ও কন্যা। আবার সেই সংস্থাগুলিতেই কোটি কোটি টাকা ঢেলেছিলেন বাকিবুর। পরবর্তী সময়ে সেই সংস্থাগুলির সম্পত্তি বিক্রি করে বিপুল অঙ্কের টাকা বাকিবুরের আত্মীয়র ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছিল বলে সূত্রের দাবি।

Next Article