Mamata Banerjee at Raj Bhavan: বোসের সঙ্গে কী নিয়ে কথা? গাড়ি থামিয়ে নিজেই জানালেন মমতা

Deeksha Bhuiyan | Edited By: Soumya Saha

Nov 02, 2023 | 7:40 PM

Mamata Banerjee: রাজভবন থেকে বেরনোর সময়, সাংবাদিকদের দেখে গেটের কাছে গাড়ি থামিয়ে নামলেন মুখ্যমন্ত্রী। কেন রাজভবনে এসেছিলেন, সেই বিষয়টিও নিজেই জানালেন। বললেন, "বিজয়ার শুভেচ্ছা জানাতে এসেছিলাম। বিজয়ার পর এটা আমাদের সৌজন্য।"

Mamata Banerjee at Raj Bhavan: বোসের সঙ্গে কী নিয়ে কথা? গাড়ি থামিয়ে নিজেই জানালেন মমতা
রাজভবনে বোসের সঙ্গে দেখা করলেন মমতা
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: সন্ধে ৬টায় রাজভবনে ঢুকেছিলেন। বেরলেন প্রায় পৌনে ৭টা নাগাদ। প্রায় ৪৫ মিনিট রাজভবনে বোসের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্য রাজনীতির সাম্প্রতিক ঘটনা প্রবাহের নিরীখে রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Ananda Bose) সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সাক্ষাৎ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। বাংলার প্রশাসনিক প্রধান ও সাংবিধানিক প্রধানের মধ্যে কী নিয়ে আলোচনা হবে আজ, সেই নিয়ে বিকেল থেকেই চর্চা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে। রাজভবন থেকে বেরনোর সময় মুখ্যমন্ত্রী নিজেই খোলসা করলেন গোটা বিষয়টি।

রাজভবন থেকে বেরনোর সময়, সাংবাদিকদের দেখে গেটের কাছে গাড়ি থামিয়ে নামলেন মুখ্যমন্ত্রী। কেন রাজভবনে এসেছিলেন, সেই বিষয়টিও নিজেই জানালেন। বললেন, “বিজয়ার শুভেচ্ছা জানাতে এসেছিলাম। বিজয়ার পর এটা আমাদের সৌজন্য।”

কলকাতার দুর্গাপুজোকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও ব্যাপক আকারে নিয়ে গিয়েছেন। বিশ্ব আঙিনায় আরও পরিচিতি বেড়েছে কলকাতার শারদোৎসবের। ইউনেসকোর ইনট্যানজিবেল হেরিটেজেরও স্বীকৃতি পেয়েছে কলকাতার দুর্গাপুজো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কলকাতা ও শহরতলির সব বড় পুজো কমিটিগুলিকে নিয়ে দুর্গাপুজোর কার্নিভালও আয়োজন করা হয়। এবারও হয়েছে। তবে এবারের পুজোর কার্নিভালে দেখা যায়নি রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। তিনি রাজভবনে অন্য একটি কর্মসূচিতে ব্যস্ত ছিলেন।

আর এসবের মধ্যে বৃহস্পতিবার সন্ধেয় রাজ্যপাল বোসের সঙ্গে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ৪৫ মিনিট রাজভবনে কাটান তিনি।

প্রসঙ্গত, দুর্গাপুজোর মরশুমে রাজভবনে গিয়েছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। রাজ্যপাল বোসকে জাগো বাংলার শারদ সংখ্যা ও মিষ্টির প্যাকেট উপহার দিয়েছিলেন তিনি। এরপর অষ্টমীর সকালে কুণালের পাড়ার পুজোয় দেখা গিয়েছিল রাজ্যপাল বোসকেও। তৃণমূল মুখপাত্রকে পাশে নিয়ে অষ্টমীর অঞ্জলি দিয়েছিলেন বোস।

Next Article