SSKM Hospital: ‘আমি SSKM-কে ডিফেন্ড করছি’, বিতর্কের মাঝেই বড় সার্টিফিকেট দিলেন সেলিম

Pradipto Kanti Ghosh | Edited By: Soumya Saha

Nov 02, 2023 | 6:21 PM

SSKM Hospital: এসএসকেএম হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে ভূয়সি প্রশংসা করলেও, রাজ্যের প্রথম সারির এই সরকারি হাসপাতাল ঘিরে যে চূড়ান্ত পর্যায়ে রাজনীতি হয়, সেই অভিযোগও তুলেছেন মহম্মদ সেলিম।সিপিএম রাজ্য সম্পাদক জানালেন, তিনি নিজেও এখনও এসএসকেএম হাসপাতালেই চিকিৎসা করান

SSKM Hospital: আমি SSKM-কে ডিফেন্ড করছি, বিতর্কের মাঝেই বড় সার্টিফিকেট দিলেন সেলিম
মহম্মদ সেলিম
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: বিতর্কের মধ্যেই এবার এসএসকেএম হাসপাতালের (SSKM Hospital) পাশেই সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Mohammed Salim)। রাজ্যের প্রথম সারির সরকারি স্বাস্থ্য পরিষেবার উৎকর্ষ কেন্দ্র এসএসকেএম হাসপাতালকে দরাজ সার্টিফিকেট সেলিমের। বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক বৈঠকে জোর গলায় বললেন, “আমি এসএসকেএম হাসপাতালকে ডিফেন্ড করছি। বাম আমল বা তৃণমূল আমল বলে নয়। গোটা পূর্ব ভারতের প্রথম পোস্ট গ্র্যাজুয়েট পড়াশোনা শুরু হয় সেখানে। সেই জন্য পিজি হাসপাতাল বলে এসএসকেএম-কে। অনেক অসুবিধার মধ্যে দাঁড়িয়েও এখনও প্রতিদিন হাজার হাজার রোগী সেখানে যান। আমাদের কাছেও ভর্তি করানোর জন্য অনুরোধ আসে অনেক রোগীর পরিজনদের থেকে।”

এসএসকেএম হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে ভূয়সি প্রশংসা করলেও, রাজ্যের প্রথম সারির এই সরকারি হাসপাতাল ঘিরে যে চূড়ান্ত পর্যায়ে রাজনীতি হয়, সেই অভিযোগও তুলেছেন মহম্মদ সেলিম।সিপিএম রাজ্য সম্পাদক জানালেন, তিনি নিজেও এখনও এসএসকেএম হাসপাতালেই চিকিৎসা করান। শুধু নিজেই নন, তাঁর পরিবারের লোকজন দীর্ঘদিন ধরে এসএসকেএম হাসপাতালেই চিকিৎসা করান বলে জানান মহম্মদ সেলিম। বললেন, “আমার চিকিৎসা এখনও এসএসকেএম-এই হয়। আমার স্ত্রীরও তাই। আমার মা-বাবা পিজি হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন। অসুস্থ ছিলেন। আমরা তো হাসপাতালের দোষ দিইনি।”

প্রসঙ্গত, বুধবার বিকেল থেকেই চর্চা এসএসকেএম হাসপাতাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, তাঁর ভুল চিকিৎসা হয়েছিল। যদিও কোনও হাসপাতালের নাম তিনি উল্লেখ করেননি। তবে বিদেশ সফর থেকে ফিরে এসএসকেএম হাসপাতালেই গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপর থেকেই বিভিন্ন মহলে চর্চা হতে শুরু করেছে এসএসকেএম হাসপাতাল নিয়ে।

Next Article