কলকাতা: বৃহস্পতিবার সন্ধেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করতে চেয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবন সূত্র মারফত তেমনই খবর। আর তার আগেই কলকাতার এক নামী বেসরকারি হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিকেল সাড়ে পাঁচটা নাগাদ এক্স হ্যান্ডেলে সেই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা নির্মলা বন্দ্যোপাধ্যায় ওই বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। সূত্রের খবর, কিছুদিন আগেই নোবেলজয়ীর মা বাড়িতে পড়ে গিয়েছিলেন, তিনি পালমোনারি সমস্যায় ভুগছেন। তাঁকে দেখতেই মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার সন্ধেয় হাসপাতালে গিয়েছেন বলে জানা যাচ্ছে।
Sad to know that Prof. Nirmala Banerjee, noted economist, and mother of Nobel Laureate Prof. Abhijit Banerjee, is in a critical condition. I am going to see her in hospital now. Let us pray for her.
— Mamata Banerjee (@MamataOfficial) November 2, 2023
জানা যাচ্ছে, বৃহস্পতিবার বিকেলে রাজভবনের উদ্দেশে যাওয়ার আগে কলকাতার ওই নামী বেসরকারি হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। বিকেল প্রায় পাঁচটা নাগাদ হাসপাতালে যান তিনি। নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়কের মায়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। চিকিৎসক ও হাসপাতালের অন্যান্য আধিকারিকদের সঙ্গে কথাও বলেন মুখ্যমন্ত্রী। বেশ কিছুক্ষণ সময় হাসপাতালে থাকার পর তিনি আবার রাজভবনের উদ্দেশে রওনা দেন এবং সন্ধে প্রায় ৬টা নাগাদ রাজভবনে ঢোকে মুখ্যমন্ত্রীর গাড়ি।
এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, “নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্য়ায়ের মা নির্মলা বন্দ্যোপাধ্যায় গুরুতর অসুস্থ বলে জানতে পেরেছি। আমি তাঁকে দেখতে হাসপাতালে যাচ্ছি। প্রার্থনা করি, তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন।”